-->

21st October Current Affairs 2019




21st October Current Affairs 2019 :


1. প্রতিবছর ২১শে অক্টোবর ভারতে National Police day পালন করা হয় ।

2. দ্বিতীয়বার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন Joko Widodo

3. 12th নভেম্বর থেকে ওড়িশার সবথেকে বড় বানিজ্য মেলা 'Baliyatra' শুরু হবে ।

4. উড়িষ্যার দৌড়বিদ দ্যুতি চাঁদ Vogue Sportsperson of the Year অ্যাওয়ার্ড জিতলেন ।

5. আবুধাবি - তে বিজ্ঞানীরা বিশ্বের প্রাচীনতম প্রাকৃতিক মুক্ত আবিষ্কার করলেন। 

6. 54th All IR Rifle Shooting Championship-এ দ্বিতীয় স্থানাধিকার করলো অয়নিকা পাল

7. প্রাক্তন অ্যাটর্নি জেনারেল K Parasaran 'Most Eminent Senior Citizen Award' পেলেন।





8. তুরস্কের আন্টালিয়ায় বিশ্ব বধির টেনিস চ্যাম্পিয়নশিপের ('World Deaf Tennis Championship') পুরুষদের ফাইনালে চেক প্রজাতন্ত্রের তৃতীয় বংশোদ্ভূত পৃথ্বি শেখর চেক প্রজাতন্ত্রের জারোস্লাভ স্মেদেককে 6-4, 6-3 গোলে পরাজিত করে স্বর্ণ জিতেছেন।


9. কেন্দ্রীয় কালচার ও ট্যুরিজম মিনিষ্টার প্রহ্লাদ সিং প্যাটেল CCRT eportal এবং একটি  YouTube Channel-এর উদ্বোধন করলেন ।

10. গাজিয়াবাদের Loni শহর ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে 

11. ‘Bridgital Nation: Solving Technology’s People Problem’-শিরোনামে বই প্রকাশ করলেন নরেন্দ্র মোদী এবং লিখেছেন N Chandrasekaran এবং  Roopa Purushothaman.

12. বাংলায় মেয়ে রুপসা ঘোষাল পূর্বাঞ্চল জাতীয় টেবল টেনিসে প্রতিদ্বন্দ্বী তামিলনাড়ুর মেয়েকে 3 পয়েন্টে হারিয়ে সোনা জিতলেন ।





         










SeeCloseComment