💠👇📕গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর*💠👇📕
প্রশ্ন: রকেটের সূত্রের আবিস্কারক কে ?
উ: গডার্ড
প্রশ্ন: ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উ: জন থম্পসন
প্রশ্ন: ল্যাপটপ কী ?
উ: এক ধরনের ছোট কম্পিউটার
প্রশ্ন: বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?
উ: ENIAC
প্রশ্ন: প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
উ: লেডী এ্যাডো অগাস্টা
প্রশ্ন: মুক্তা কীভাবে তৈরী হয় ?
উ: ঝিনুকের প্রদাহের ফলে
প্রশ্ন: অ্যাসিড আবিস্কার হয় কবে ?
উ: ১৯৮১ সালে
প্রশ্ন: প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উ: রাদারফোর্ড
প্রশ্ন: আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উ: কয়লা
প্রশ্ন: নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উঃ ১৯৫৮ সালে
প্রশ্ন: নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: যুক্তরাষ্টের ফ্লোরিডায়
প্রশ্ন: মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি ?
উ: স্ফুটনিক -১
প্রশ্ন: স্ফুটনিক -১ মহাকাশে পাঠানো হয় কবে ?
উ: ১৯৫৭ সালে
প্রশ্ন: পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উ: উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
প্রশ্ন: মহাকাশে গমন কারী প্রথম প্রাণী ?
উ: লাইকা নামের কুকুর
প্রশ্ন: চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উঃ ২১ জুলাই , ১৯৬৯ সালে
প্রশ্ন: চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উ: অ্যাপোলো -১১
প্রশ্ন: চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উঃ নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
প্রশ্ন: মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে ?
উ: ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)
প্রশ্ন: মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?
উ: পাথ ফাইন্ডার
প্রশ্ন: শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?
উ: ক্যাসিনি
প্রশ্ন: সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?
উ: প্রক্সিমা সেন্টারাই
াতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
ভিটামিন এ
প্রশ্ন: বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
ভিটামিন-বি -১
প্রশ্ন: ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?
ভিটামিন -বি -২
প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
ভিটামিন-কে ]
প্রশ্ন: প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
ভিটামিন-ই
প্রশ্ন: রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে ?
উ: ভিটামিন -বি- ১২
প্রশ্ন: সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ?
উ: ভিটামিন - সি
প্রশ্ন: মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি ?
উ: দুধ
প্রশ্ন: স্ট্রোক হওয়ার কারণ কী ?
উ: মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা
প্রশ্ন: গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উ: আয়োডিনের অভাবে
প্রশ্ন: নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
উ: ফুসফুসে
প্রশ্ন: ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি ?
উ: আমলকী,আমড়া,লেবু ,পেয়ারা ও কমলা
প্রশ্ন: কোন উদ্ভিদ আমিষ
উ: ডাল
প্রশ্ন: কচু শাকে কি বেশি থাকে ?
উ: লৌহ
প্রশ্ন: উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উ: মাংশ
প্রশ্ন: নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উ: ডাল
প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উ: ব্রোমিন
প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
পারদ
প্রশ্ন: প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
উ: হীরা
প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে ?
উ: আইসোটোন বলে
প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কী বলে ?
উ: আইসোটোপ বলে
প্রশ্ন: পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?
উ: প্রোটন ও নিউট্রন
প্রশ্ন: ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উ: কঠিন কার্বন ডাই অক্সাইড কে
প্রশ্ন: নিউট্রন আবিস্কার করেন কে ?
উ: চ্যোডইউক
প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উ: সোডিয়াম মনো গ্লুটামেট
প্রশ্ন: খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উ: সোডিয়াম ক্লোরাইড
প্রশ্ন: কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উ: বালি
প্রশ্ন: প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উ: মিথেন
প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী ?
উ: সাবান ও পাউডার
প্রশ্ন: আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উ: সিলভারের
প্রশ্ন: রসায়নের 'রুকসল্ট' কী ?
উ: সোডিয়াম অক্সাইড
প্রশ্ন: রসায়নের 'সিল্ক অব লাইম ' কী ?
উ: ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড
প্রশ্ন: ' সোডা ওয়াটার ' কী ?
উ: পানিতে কার্বনডাই অক্সাইড এর মিশ্রন
প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি ?
উ: হাইড্রজেন
প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি ?
লরেনসিয়াম
প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
উ: লিথিয়াম
প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?
উ: রেডন
প্রশ্ন: পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উ: ইলেকট্রন
প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
উ: প্ল্যাটিনাম
প্রশ্ন: 'উড স্পিরিট ' কী ?
উ: মিথাইল এলকোহল
প্রশ্ন: তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উ: পিতল
প্রশ্ন: তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উ: ব্রোঞ্জ
প্রশ্ন: সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয় ?
উ: সালফিউরিক অ্যাসিড
প্রশ্ন: ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উঃ কার্বন
প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উ: ০.১৫ - ১.৫ %