-->

জেনে রাখা ভালো

জেনে রাখা ভালো


জেনে রাখা ভালো :


প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম প্রাণীটির নাম কি?
উঃ নীল তিমি।
প্রশ্নঃ একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য কত?
উঃ প্রায় ৩০ মিটার।
প্রশ্নঃ কোন প্রাণী কখনোই পুরোপুরি ঘুমায় না?
উঃ তিমি।
প্রশ্নঃ নীল তিমির খাদ্য কি?
উঃ নীল তিমি দিনে প্রায় ৩-৪ হাজার কেজি ক্রিল খায়।
প্রশ্নঃ কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে?
উঃ চন্দ্রবোড়া, মেটুলি প্রভৃতি।
প্রশ্নঃ কোন পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে?
উঃ পুচ্ছ পাখনা।
প্রশ্নঃ কোন পাখনা মাছকে সামনের দিকে এগিয়ে দিতে সাহায্য করে?
উঃ বক্ষ পাখনা।
প্রশ্নঃ মাছের শ্বাস অঙ্গের নাম কী?
উঃ ফুলকা।
প্রশ্নঃ কোন মশা ওড়ার সময় আওয়াজ করে?
উঃ অ্যানোফিলিশ মশা।
প্রশ্নঃ এডিস মশা কখন কামড়ায়?
উঃ দিনের বেলা।
প্রশ্নঃ কিউলেক্স মশা কখন কামড়ায়?
উঃ গভীর রাত্রে।
প্রশ্নঃ ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী মশাটির নাম কী?
উঃ অ্যানোফিলিশ।
প্রশ্নঃ ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী মশাটির নাম কী?
উঃ কিউলেক্স।
প্রশ্নঃ ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশাটির নাম কী?
উঃ এডিস ।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।
উঃ সুন্দরবন।
প্রশ্নঃ এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড়ো উৎস কী?
উঃ তেল ।
প্রশ্নঃ ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত কোথায়?
উঃ তাপবিদ্যুৎ কেন্দ্রে।
প্রশ্নঃ শব্দ দূষণ পরিমাপক একক কী?
উঃ ডেসিবেল ।
প্রশ্নঃ যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ হল
উঃ সিসা ।
প্রশ্নঃ CFCএর পুরো নাম কী?
উঃ ক্লোরো ফ্লুরো কার্বন
প্রশ্নঃ মিনেমাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম কী?
উঃ পারদ ।
প্রশ্নঃ কোন তেজস্ক্রিয় রশ্মির দ্বারা ত্বকে ক্যান্সার হয়?
উঃ UV বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয় ।
প্রশ্নঃ কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
উঃ 5ই জুন ।
প্রশ্নঃ জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটির নাম কী?
উঃ প্লাস্টিক ।
প্রশ্নঃ তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটির নাম কী?
উঃ সালফার ডাই অক্সাইড ।
প্রশ্নঃ ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কী?
উঃ ধান খেত ।
প্রশ্নঃ SO2 দূষন দ্বারা গাছের কি ক্ষতি সম্পন্ন হয়?
উঃ ক্লোরোফিল বিনষ্ট হয় ।
প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরে ওজোনস্তর দেখা যায়?
উঃ স্ট্র্যাটোস্ফিয়ারে ।
প্রশ্নঃ ওজোনস্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কী?
উঃ CFC ।
প্রশ্নঃ প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কী?
উঃ CO2 ।

SeeCloseComment