-->

Geographical Nickname



ভৌগোলিক উপনামঃ

১. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশ কে?

উঃ আফ্রিকা মহাদেশকে

২. আগুনের দ্বীপ কোন দেশকে?

উঃ আইসল্যান্ডকে

৩. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে?

উঃ তুরস্ককে

৪. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?

উঃসুইজারল্যান্ডকে

৫. ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?

উঃবেলজিয়ামকে

৬. বজ্রপাতের দেশ বলা হয়?

উঃভুটানকে

৭. সোনালী তোরণের শহর কোন শহরকে?

উঃসানফ্রান্সিসকোকে

৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

উঃবেলজিয়ামকে

৯. স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয় কোন শহর কে?

উঃ নিউইয়র্ককে

১০. ব্রিটেনের বাগান বলা হয় কোনটি কে?

উঃ কেন্টকে

১১. মসজিদের শহর বলা হয় কোন শহর কে?

উঃ ঢাকাকে

১২. সাদা শহর বলা হয় কোন শহর কে?

উঃ বেলগ্রেডকে

১৩ মুক্তার দেশ বলা হয় কোন দেশকে?

উঃ কিউবাকে

১৪. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?

উঃ শিকাগোকে

১৫. হাজার হৃদের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ ফিনল্যান্ডকে

১৬. উত্তরের ভেনিস বলা হয় কোন শহর কে?

উ: স্টকহোমকে

১৭. উদ্যানের শহর বলা হয় কোন শহর কে?

উঃ শিকাগোকে

১৮. ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে?

উঃ অস্ট্রেলিয়াকে

১৯. গোলাপী শহর বলা হয় কোন শহর কে?

উঃ জয়পুর, রাজস্থান।

২০. গ্রানাইটের শহর বলা হয় কোন শহর কে?

উঃ এবারডিনকে

২১. চির বসন্তের নগরী বলা হয় কোন শহর কে?

উঃ কুইটোকে

২২. চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?

উঃ রোমকে।

২৩. চির সবুজের দেশ নামে পরিচিত?

উঃ নাটাল।

২৪. চীনের দুঃখ বলা হয় কোন নদী কে?

উঃহোয়াংহোকে

২৫. জাঁকজমকের নগরী বলা হয় কোন শহর কে?

উঃ নিউইয়র্ককে

২৬. দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?

উঃ নিউজিল্যান্ডকে

২৭. দক্ষিণের ভারতের উদ্যান বলা হয়? 

উঃতাঞ্জোরকে

২৮. দক্ষিণের রানী বলা হয় কোন শহর কে?

উঃসিডনীকে

২৯. দ্বীপের নগরী বলা হয় কোন শহর কে?

উঃ ভেনিসকে

৩০. দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?

উঃ ওশেনিয়াকে

৩১. নিশ্চুপ সড়ক শহর বলা হয় কোন শহর কে?

উঃ ভেনিসকে

৩২. নিষিদ্ধ শহর বলা হয় কোন শহর কে?

উঃ লাসাকে

৩৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?

উঃনরওয়েকে

৩৪. নীরব শহর বলা হয় কোন শহর কে?

উঃরোমকে

৩৫. চীনের নীল নদ নামে পরিচিত?

উঃ ইয়াং সি কিয়াং

৩৬. নীল নদের দান বলা হয় কোন শহর কে?

উঃ মিশরকে

৩৭. নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ?

উঃ মিশর

৩৮. পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে কে?

উঃ পাঞ্জাবকে

৩৯. পবিত্র পাহাড় বলা হয় কোন পাহাড় কে?

উঃ ফুজিয়ামাকে

৪০. পবিত্র নগরী বলা হয় কোন শহর কে?

উঃ জেরুজালেমকে

৪১. পবিত্র দেশ বলা হয় কোন দেশ কে?

উঃ ফিলিস্তিনকে

৪২. পশু পালনের দেশ নামে পরিচিত?

উঃ তুর্কিস্তান

৪৩. পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত?

উঃ কুইবেক

৪৪. পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?

উঃ করাচীকে

৪৫. পান্নার দ্বীপ বলা হয় কোন দেশ কে?

উঃ আয়ারল্যান্ডকে

৪৬. পিরামিডের দেশ বলা হয় কোন দেশ কে?

উঃ মিশরকে

৪৭.পোপের শহর নামে পরিচিত

উঃ রোম

৪৮. প্রাচীরের দেশ বলা হয় কোন দেশ কে?

উঃ চীনকে

৪৯. প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন শহর কে?

উঃ নারায়নগঞ্জকে

৫০. প্রাচ্যেও ম্যানচেস্টার বলা হয় কোন শহর কে?

উঃ ওসাকা, জাপানকে

৫১. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহর কে?

উঃ ব্যাংকককে

৫২. প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশ কে?

উঃ জাপানকে

৫৩. পৃথিবীর ছাদ বলা হয় কাকে?

উঃ পামির মালভূমিকে

৫৪. পৃথিবীর চিনির আধার বলা হয় কোন দেশকে?

উঃ কিউবাকে

৫৫. বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশ কে?

উঃভুটানকে

৫৬. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?

উঃ শিকাগোকে

৫৭. বাজারের শহর বলা হয় কোন শহর কে?

উঃ কায়রোকে

৫৮. বাংলার ভেনিস বলা হয় কাকে?

উঃ বরিশালকে

৫৯. বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় কোনটি কে?

উঃ প্রেইরিকে

৬০. ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?

উঃ মুম্বাইকে

৬১. ভাটির দেশ বলা হয় কোন দেশকে? 

উঃ বাংলাদেশকে

৬২. ভারতের উদ্যান বলা হয়?

উঃ লক্ষ্ণৌকে

৬৩. ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয়-- 

উঃ জিব্রাল্টারকে

৬৪. ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ জাপানকে

৬৫. মটর গাড়ির শহর নামে পরিচিত?

উঃ ডেট্রয়েট

৬৬. মার্বেলের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ ইটালী।

৬৭. ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে?

উঃ কানাডাকে

৬৮. রৌপের শহর বলা হয় কোন শহর কে?

উঃ আলজিয়ার্সকে

৬৯. লবঙ্গ দ্বীপ নামে পরিচিত?

উঃ জাঞ্জিবার।

৭০. লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ কানাডাকে

৭১. শ্বেত হস্তির দেশ বলা হয় কোন দেশকে?

উঃ থাইল্যান্ডকে

৭২. শ্বেতাঙ্গদের কবরস্থান নামে পরিচিত?

উঃগিনি কোস্ট।

৭৩. সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে?

উঃ বাংলাদেশকে

৭৪. সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?

উঃ মায়ানমারকে

৭৫. সম্মেলনের শহর বলা হয় বলা হয় কোন শহর কে?

উঃ জেনেভা, সুইজারল্যান্ড।

SeeCloseComment