-->

13th August Current Affairs 2019




Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job
13th August Current Affairs 2019



13th August Current Affairs 2019 :



1.'International Lefthands Day' পালিত হল ১৩ আগস্ট ২০১৯ তারিখে।

2. প্রখ্যাত জীববিজ্ঞানী চন্দ্রিমা সাহা প্রথম মহিলা হিসেবে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির (আইএনএসএ) সভাপতি নির্বাচিত হলেন ।

3.‘Watan’ বা ‘বতন’-নামে দেশপ্রেমমূলক গান তৈরী করলো দুরদর্শন; যেটি গেয়েছেন জাভেদ আলী এবং লিখেছেন অলোক শ্রীবাস্তব

4. 'World Tribal Day' এর দিনে 'Leather Mission' লঞ্চ করল KVIC.

5. রাফায়েল নাদাল মন্ট্রিল মাস্টার্স কাপ জিতে নিলেন ।

6. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সিগারেট ও অন্যান্য তামাক পণ্য আইন (COTPA) সংশোধন প্রক্রিয়া পুনরায় শুরু করেছে।


7. Preferred Trade List থেকে জাপান কে বহিস্কার করল সাউথ কোরিয়া।

8. পিপলস ব্যাঙ্ক অফ চায়না (PBoC) নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করেছে।

9.ভারতের সমাজ ও অর্থনীতির উন্নতি এবং রূপান্তরকরনের জন্য মাইক্রোসফট কর্পোরেশনের সঙ্গে পার্টনারশীপ গঠন করলো রিলায়েন্স জিও


10. বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI), শীর্ষ আদালত রাষ্ট্র কর্তৃক প্রস্তাবিত জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (NLUs) ব্যতীত নতুন প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে ৩ বছরের স্থগিতাদেশ দিয়েছে |


11. বিহারের প্রথম 'Community Reserve' হিসেবে ঘোষনা করা হল Goabeel Lake.

12. জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষকরা এখনো পর্যন্ত সবচেয়ে বড় ব্ল্যাকহোল পেয়েছেন। এর নামকরণ করা হয়েছে Holmberg 15A।


13. Alejandro Giammattei দেশের সুপ্রিম ইলেক্টোরাল কাউন্সিল কোর্টের এক দফায় দলে গুয়েতেমালার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ।

14. কঙ্গো য় ভারতের নতুন রাস্ট্রদূত হলেন ঘটু রাম মীনা।

15. সৌদি আরমকো বিশ্বের সর্বাধিক লাভজনক সংস্থা এবং এর প্রায় সমস্ত নেট ইনকাম ডিভিডেন্ডদের প্রদান করে।

16. শাহারুখ খান কে ডক্টরেট উপাধিতে সন্মানিত করল মেলবোর্ন ইউনিভার্সিটি।

17. জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA) সব ধরণের ক্যান্সার এবং এর চিকিৎসা আয়ুষ্মান ভারত যোজনা-প্রধানমন্ত্রী জন স্বাস্থ্য যোজনা (PM-JAY) স্বাস্থ্যসেবা প্যাকেজগুলির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে।

18. বিশ্বের প্রথম 'Automated Crutch' লঞ্চ করল IIT Delhi.


19. বলিয়ুড অভিনেত্রী শ্রীদেবীর ৫৬তম জন্মদিনে ‘Sridevi: Girl Woman Superstar’ শিরোনামে একটি বই প্রকাশিত হচ্ছে, যেটি লিখেছেন সত্যার্থ নায়েক



20. Aishwarya Pissay হাঙ্গেরির ভারপালোটায় মহিলাদের বিভাগে FIM বিশ্বকাপ জিতে মোটরস্পোর্টসে বিশ্ব খেতাব অর্জনকারী প্রথম ভারতীয় হয়েছেন।


21. প্রয়াত হলেন আইভোরি কোস্টের মিউজিক স্টার DJ Arafat.

22. বিয়ানকা অ্যান্ড্রিস্কু কানাডার টরন্টোয় ২০১৯ রজার্স কাপ জিতেছেন । তিনি সেরেনা উইলিয়ামসকে পরাজিত করলেন ।


23. হায়দ্রাবাদ ওপেন ২০১৯ মহিলা সিঙ্গেল জিতল Yeo Jia Min ( সিঙ্গাপুর)।

24. রিপাবলিক অফ কঙ্গো-তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন Ghotu Ram Meena


25. সচেতনতা তৈরি করতে এবং এশীয় ও আফ্রিকান হাতির জরুরি অবস্থা (বিপজ্জনক পরিস্থিতি) দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্ব হাতি দিবসটি পালিত হয়।


26.বিশ্বের উচ্চতম হ্রদ হিসাবে নামাঙ্কিত হলো নেপালের মনাঙ জেলার কাজিন সারা হ্রদ (Kajin Sara lake)


27. ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন নেদারল্যান্ড-এর ষ্টার ফুটবলার Wesley Sneijder


28.পর্বতারোহীরা কয়েক মাস আগে নেপালের মানাং জেলার কাজিন সারা হ্রদটি আবিষ্কার করেছিল। নেপালের এই হ্রদ বিশ্বের সর্বোচ্চ হ্রদ হওয়ার এক নতুন রেকর্ড তৈরি করেছে এবং নেপালের টিলিচো হ্রদকে প্রতিস্থাপন করেছে।


English Version : Click Here 





         








SeeCloseComment