-->

3rd August 2019 Current Affairs


3rd August 2019 Current Affairs, Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job
3rd August 2019 Current Affairs 

3rd August 2019 Current Affairs :


1.World Breastfeeding Week পালিত হচ্ছে ১লা আগষ্ট থেকে ৭ই আগষ্ট; পর্যন্ত এবারের থিম 'Empower Parents, Enable Breastfeeding'

2. কোন ব্যক্তিকে সন্ত্রাসী ঘােষণা করতে এবং তার সম্পত্তি দখল করতে কেন্দ্র কোন বিল পাস করেছে?

 উত্তর : Unlawful Activities (Prevention) Amendment Bill 2019

3.'Miss England 2019 শিরােপা জিতলেন ভারতীয় বংশােদ্ভূত ডাক্তার ভাষা মুখার্জী


4.কোন রাজ্য। কেন্দ্রশাসিত অঞ্চল ঘরােয়া সংযােগের অধীনে 200 ইউনিট পর্যন্ত লােকের জন্য বিনামূল্যে বিদ্যুতের ঘােষণা করেছে?

উত্তর:দিল্লি

5.দুর্নীতির কারণে আর্জেন্টিনার দল থেকে ৩ মাসের জন্য সাসপেন্ড হলেন লিওনেল মেসি

6.২০১৯ এর সম্পূর্ণ জুলাই মাসের GST সংগ্রহের পরিমান ১.০২ লক্ষ কোটি টাকা

7.ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের জন্য অনুমতি দিল চীনকে

8.Water Stress Index 2019-এ ভারতের স্থান ৪৬ তম।

9.Badminton World Federation Ranking-এ পি.ভি. সিন্ধুর স্থান পঞ্চম এবং সায়না নেহয়ালের স্থান অষ্টম

10.Controller General of Accounts (CCA) হিসাবে নিযুক্ত হলেন গিরিরাজ প্রসাদ গুপ্ত

11.আসাম বিধানসভার ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হলেন আমিনুল হক লস্কর


12.কেন্দ্রীয় সরকার কী উদ্দেশ্যে KABIL স্থাপন করেছে?

উত্তর :অভ্যন্তরীণ বাজারে ক্রমাগত এবং কৌশলগত খনিজগুলির ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে

13.ওয়ান নেশন-ওয়ান রেশন কার্ড প্রকল্পটি কোন রাজ্যে কার্যকর করা হয়েছে?

উত্তর:তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে

14.কোন রাজ্য সরকার ‘সবুজ বাঁচান, পরিষ্কার থাকুন’ প্রচার শুরু করেছে?

উত্তর :পশ্চিমবঙ্গ সরকার

15.গিনির সর্বোচ্চ সম্মান 'National Order of Merit'-এ সম্মানিত হলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

16. ঐশ্বরি প্রতাপ সিং তােমার কোন খেলার সাথে যুক্ত?

উত্তর:শুটিং।

17. স্বচ্ছ ভারত মিশনের (এসবিএম) সময়কাল কত?
উত্তর :2014 থেকে 2019

18.”Tools and Weapons: The Promise and The Peril of the Digital Age” বইটির লেখক কে?

উত্তর:ব্র্যাড স্মিথ ও ক্যারল অ্যান ব্রাউন

19.ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক (ডাব্লবিডাব্লু) এর 2019 সংস্করণের থিমটি কী?

উত্তর :Empower Parents, Enable Breastfeeding

20.মধ্যবর্তী পরিসীমা পারমাণবিক বাহিনী চুক্তি থেকে কোন দেশ সরকারীভাবে প্রত্যাহারের ঘােষণা করেছে?

উত্তর:মার্কিন যুক্তরাষ্ট্র


English Version : Click Here




         





SeeCloseComment