-->

2nd September Current Affairs 2019





2nd September Current Affairs 2019 :



1. ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আইএসএসএফ বিশ্বকাপ 2019 এ শ্যুটার যশস্বিনী সিং দেশওয়াল স্বর্ণ পদক জিতলেন ।

2. ইন্ডিয়ান আর্মির Vice Chief পদে নিযুক্ত হলেন Lt. Gen. Mukund Naravane  ।

3. ICICI Bank দেশে এই প্রথম টাকা গোনার জন্যে রোবোটিক সিস্টেম আনল।


4. কে থঙ্গরাজ যিনি হায়দরাবাদের সেলুলার অ্যান্ড বায়োলজি সেন্টার (CCMB) এর প্রধান বিজ্ঞানী, খ্যাতনামা জে সি সত্যেন্দ্র এন বোস ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন।

5. Jasprit Bumrah ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে হ্যাট্রিক করলেন ।

6. হরিয়ানা সরকার পশুদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ‘Har Pashu Ka Dhyan’-নামে অ্যাপ লঞ্চ করলো ।

7. উত্তরাখণ্ড সরকার জিম কর্বেট ব্যাঘ্র রিজার্ভের জন্য একটি বিশেষ ব্যাঘ্র ফোর্স গঠন করার সংকল্প করেছে।

8. Electors Verification Programme (EVP) লঞ্চ করলো ভারতীয় নির্বাচন কমিশনার।

9. প্রহ্লাদ সিং প্যাটেল, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী, কুতুব মিনারে প্রথমবারের স্থপতি এলইডি আলোকসজ্জা উদ্বোধন করলেন ।

10. আন্তর্জাতিক টি টোয়েন্টি তে সবথেকে বেশী উইকেট শিকারি হলেন লাসিথ মালিঙ্গা ( 99).

11. Digiatal India Programme এর জন্য Google-এর সাথে পার্টনারশীপ গঠন করলো ভারতের The Ministry of Electronics and Information Technology  ।

12. তামিলনাড়ুর ডিন্ডিগুল লক এবং কান্দাঙ্গী শাড়ি জিআই ট্যাগ পেয়েছে।

13. 'Own Space Command ' লঞ্চ করল আমেরিকা যুক্তরাস্ট্র।

14. HAL এর নতুন ডিরেক্টর ( Operation) হলেন M.S. Velpari  ।

15. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসিয়ান টেকনোলজি (NIOT) গভীর সমুদ্র অঞ্চল অনুসন্ধানের জন্য  2021-22 সালের মধ্যে ‘সমুদ্রায়ন প্রকল্প’ চালু করবে।



English Version : Click Here




         




SeeCloseComment