-->

31st August Current Affairs 2019






31st August Current Affairs 2019 :



1. ভারতের মেরি কম Asia’s Best Female Athlete Award-এ ভুষিত হলেন ।

2. বিহারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি বসাবেন নীতীশ কুমার। ২৮ ডিসেম্বর জেটলির জন্মদিন। ওই দিনই উন্মোচন হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও আইনমন্ত্রীর আবক্ষ মূর্তি।

3. পাকিস্তান ‘Ghaznavi’-নামে নতুন ব্যালিস্টিক মিশাইল সফলভাবে পরীক্ষা করলো ।

4. উপরাষ্ট্রপতি হায়দ্রাবাদে 'Aqua Aquaria India 2019' উদ্বোধন করলেন ।

5. এনআরসি তালিকায় নাম নেই ভারতের পঞ্চম রাষ্ট্রপতি প্রয়াত ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারের।

6. IndiGo এর পরবর্তী CFO নির্বাচিত হলেন অাদিত্য পান্ডে।

7. মেঘালয় সরকার নরেন্দ্র মোদীর ‘Fit India Movement’-এ অংশ গ্রহনের জন্য ‘Walk to Work’ অভিযান শুরু করলো ।

8. Samsung India মোবাইল পেমেন্ট সিস্টেমের জন্যে টাই আপ করল Master Card, RBL Bank এর সাথে।

9.করবেট বাঘ সংরক্ষণে সুরক্ষা প্রদানের জন্য ‘Special Tiger Force’ গঠন করবে উত্তরাখন্ড সরকার।

10. 'Jin Dhoondha Tin Paaiyan' নতুন বইটির লেখক হরিয়ান মুখ্যমন্ত্রী O P Singh.

11. ভারত ও কাজাখস্থান ‘KAZIND 2019’-নামে যৌথ মিলিটারী মহড়া শুরু করলো ।


12. 'Happiness Index 2019' এ ভারতের Rank হল ৯ তম।

13. রাশিয়ায় অনুষ্ঠিত ‘World Skills competition’-এ প্রথম ভারতীয় হিসাবে সোনার পদক জিতলেন উড়িষ্যার Aswatha Narayana ।

14. অভিষেক ভার্মা 'Rio World Cup 2019' এ ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতল ।

15. ইন্দোরের খাজরানা গনেশ মন্দিরের ‘প্রসাদ’ পেল FSSAI Certificate ।

16. প্রথম ইকো ফ্রেন্ডলি ই-বাস চালু হল গুজরাটের আমেদাবাদে।

17. আবাসন দুর্নীতির মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী তথা শিবসেনা নেতাকে ১০০ কোটি টাকা জরিমানা ও সাত বছরের জেলের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের এক জেলা আদালত।

18. ভারতের প্রথম শ্রেনীর ক্রিকেট ইতিহাসে একই সাথে ৩০০ উইকেট ও ৬০০০ রান করে রেকর্ড করলেন কেরালার অল রাউন্ডার Jalaj Saxena ।



English Version : Click Here



         




SeeCloseComment