-->

23rd November Current Affairs 2019



23rd November Current Affairs 2019 :


1. মনীষা কুলশ্রেষ্ঠ তাঁর স্বপ্নের উপন্যাসের জন্য 2018 এর জন্য 28 তম বিহারী পুরস্কার পেয়েছেন।
রাজস্থানী বংশোদ্ভূত লেখকদের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কারটি উপস্থাপন করেছে। গত দশ বছরে প্রকাশিত হিন্দি বা রাজস্থানী ভাষায় অসামান্য কাজের জন্য এটি প্রতি বছর দেওয়া হয়।

কে, বিড়লা ফাউন্ডেশনের পরিচালক Suresh Rituparn শিক্ষা, সংস্কৃতি, শিক্ষাবিদ, শিল্প ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কাজ করার জন্য কে কে বিড়লা প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত তিনটি সাহিত্য পুরষ্কারের মধ্যে বিহারী পুরস্কার অন্যতম।


2. Devendra Fadnavis মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ।

3. প্রবীণ অভিনেতা Shaukat Kaifi - এর জীবনাবসান হয়েছে । MS Sathyu’s Garm Hawa, Sagar Sathadi’s Bazaar and Muzaffar Ali’s Umrao Jaan এর ভূমিকার জন্য তাকে স্মরণ করা হয়। তার শেষ ছবিটি ছিল বিবেক ওবেরয়-রানী মুখার্জি অভিনীত সাথিয়া।

4. অনিতা আনন্দ কানাডার মন্ত্রীসভাতে প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিন্দু হিসাবে নিযুক্ত হলেন ।


5. নির্বাচন কমিশন মৃনাল কান্তি দাসকে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করলেন ।

6. কেন্দ্রীয় জলমন্ত্রীর মন্ত্রী Gajendra Singh Shekhawat নয়াদিল্লিতে ‘SHIKHAR SE PUKAR’ নামে জল সংরক্ষণ সম্পর্কিত একটি শর্ট ডকুমেন্টারি ফিল্ম প্রকাশ করেছেন ।

7. জেএন্ডকে 2019 সালে পিএমজিএসওয়াইয়ের অধীনে সর্বোচ্চ সড়কের দৈর্ঘ্য অর্জন করেছে।

8. ভারতের বডিবিল্ডার Chitahresh Natesan প্রথম ভারতীয় হিসাবে ‘Mr. Universe 2019’ শিরোপা জিতলেন ।

9. ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে 2nd December নৌ-অভিযানে অংশ নিতে চলেছেন Lieutenant Shivangi

10. Oxford Dictionary-এর ‘2019 Word of the Year’ হিসাবে ‘Climate Emergency’-শব্দটি স্থান পেয়েছে।







         



SeeCloseComment