-->

2nd December Current Affairs 2019



2nd December Current Affairs 2019 :


১. জাতিসংঘ প্রতিবছর ২ রা ডিসেম্বর দাসত্ব নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস পালন করে।

২. 2021 সালের 15 জানুয়ারি থেকে সারাদেশে সোনার গহনা ও নিদর্শনগুলির হলমার্কিং বাধ্যতামূলক করা হবে।
সোনার হলমার্কিং মূল্যবান ধাতুটির বিশুদ্ধতা শংসাপত্র।

৩. মার্সিডিজ রেসার Lewis Hamilton সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত Abu Dhabi Grand Prix জিতেছেন ।

৪. নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী কিসামায় ( দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘর) একটি "মাল্টি মিডিয়া প্রদর্শনী" আয়োজন করছেন ।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী: নীফিউ রিও, রাজ্যপাল : শ্রী আরএন রবি।

৫. সোমা রায় বর্মণ নতুন Controller General of Accounts (CGA) এর দায়িত্ব গ্রহণ করেছেন।

৬. হজযাত্রীদের সম্পূর্ণ প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল করার জন্য ভারত 1 ম দেশ পরিণত হয়েছে ।






         




SeeCloseComment