-->

Some questions of Science






Science, gk, exam, knowledge, English, important, competitive, job
বিজ্ঞানের কিছু প্রশ্ন 




Some questions of Science :



১। কোশের কোন কোশ বিভাজনকে হ্রাস বিভাজনবলে – মায়ােসিস।

২। জার্মান সিলভারের উপাদান কী কী – তামা, দস্তা ও নিকেল।।

৩। উড়ােজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করে হয় – বাৰ্ণোলীর নীতি।।

৪। স্ত্রী কণ্ঠস্বর, পুরুষ কণ্ঠস্বরের থেকে তীক্ষ্ণ হয় কেন – উচ্চ কম্পাঙ্কের জন্য।

 ৫। পেট্রোলের রাসায়নিক নাম কী -গ্যাসােলিন।।

৬। কয়লার অসম্পূর্ণ দহনে কী তৈরি হয় – কার্বন মনােক্সাইড।

 ৭। কাপড় কাচার সােডার রাসায়নিক নাম কী – সােডিয়াম কার্বনেট।

৮। নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে কোন মৌলটি থাকবেই-নিকেল।

৯। পৃথিবী নিজে একটি চুম্বকএই কথাটি প্রথম কে বলেন – গিলবার্ট।

১০। মার্স গ্যাসে কী থাকে- মিথেন।

১১। ক্লোরােফিলের প্রধান উপাদান কী — ম্যাগনেশিয়াম।।

 ১২। আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাসের মাধ্যমে ভরতি করা হয় – হিলিয়াম।

১৩। শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী – ফেনােগ্রাফি।

১৪। ব্যারােমিটারকে আবিষ্কার করেন— টরিসেলী।।

১৫। কোন ফুরিন যৌগ রেফ্রিজারেটরে শীতলকারক উপাদান হিসাবে ব্যবহৃত হয় – ফ্ৰেয়ন।

১৬। ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় – পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে।

১৭। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রােগ হয় – ভিটামিন সি।।

১৮। ডায়াবেটিস রােগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় – প্লীহা।।

১৯। সােনার অলঙ্কার তৈরির সময় সােনার সঙ্গে খাদ হিসাবে কী মেশানাে হয় – তামা।।

২০। রসায়নাগারে তৈরি প্রথম জৈব যৌগটির নাম কী – ইউরিয়া।

২১। পারদ ছাড়া অন্য একটি তরল ধাতুর নাম কী – গ্যালিয়াম।।

২২। পিপড়ের হুলে কী অ্যাসিড থাকে – ফরমিক অ্যাসিড।

২৩। পরমাণুর নিউক্লিয়াস কী নিয়ে গঠিত – প্রােটন ও নিউট্রন।

২৪। সুর্যের প্রচণ্ড শক্তির উৎস কী – নিউক্লিয় সংযােজন।।

২৫। যেসব উদ্ভিদ বরফের ওপর জন্মায়, তাদের কী বলে- ক্রায়ােফাইট।

২৬। ব্ৰঙ্কাইটিস রােগ মানব শরীরের কোন অঙ্গে হয় – শ্বসন নালীতে।।

২৭। ফিউজ তারের বৈশিষ্ট্য কী – উচ্চরােধ ও নিম্ন গলনাঙ্ক।

২৮। রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলে – ভালকানাইজেশন।।

২৯। কুইকলইম কী  - ক্যালসিয়াম হাইড্রক্সাইড।

৩০। মানবদেহে কোন গ্যাস সবথেকে বেশি থাকে – অক্সিজেন।।

৩১। লােহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে। — গ্যালভানাইজেশন।।

৩২। তড়িৎ আধান কোন এককে পরিমাপ করা হয় – কুলম্ব।

 ৩৩। জেনেটিক কোডের আবিষ্কারক কে– উঃ খােরানা।।

৩৪৷ বেকিং সােডার রাসায়নিক নাম কী- সােডিয়াম বাই কার্বনেট।

৩৫। সিস্টোলিথ কী – ক্যালসিয়াম কার্বনেট যৌগ।

৩৬। দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে ডয়টেরিয়াম।।

৩৭। মানুষের হাত কোন শ্রেণির লিভার – তৃতীয় শ্রেণির।

৩৮। ইলেক্ট্রন কে আবিষ্কার করেন – টমসন।।

৩৯। মহাকর্ষ সূত্রের প্রবক্তা কে -স্যার আইজ্যাক নিউটন।

৪০। কোন ধাতু ‘Metal Of Hope’ নামে পরিচিত – ইউরেনিয়াম।
SeeCloseComment