-->

কর্মক্ষেত্র - ১৬ নভেম্বর


কর্মক্ষেত্র - ১৬ নভেম্বর

প্রশ্ন : উত্তর :-

 
1. ‘মার্জিনাল লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমারেখা?
উত্তরঃ রাশিয়া ও ফিনল্যান্ড ।
2. ইন্দিরা গান্ধীর সুমাধিস্থলের নাম হল:
উত্তরঃ শক্তিস্থল।
3. প্রাচীন সাহিত্য নীতিসার’ কার লেখা?
উত্তরঃ কামান্ডাকা।
4. ইয়েলাে রেভেল্যুশন’ কোন দেশে সংগঠিত হয়েছিল?
উত্তরঃ ফিলিপিন্স।
5. শিখদের পঞ্চ ‘ক’-এর প্রবর্তক কে ছিলেন?
উত্তরঃ গুরু গােবিন্দ সিংহ।
6. শ্রীরঙ্গপত্তনম সন্ধি ইংরেজদের সঙ্গে কার হয়েছিল?
উত্তরঃ টিপু সুলতান।
7. আকবর কাকে কবিপ্রিয়’ উপাধি দিয়েছিলেন?
উত্তরঃ বীরবল ।
8. ‘খলিমপুর তাম্রলিপি’ কোন রাজার আমলে?
উত্তরঃ ধর্মপাল ।
9. হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত? উত্তরঃ ব্রোঞ্জ।
10. ধীমান ও বীতপাল কোন যুগের শিল্পী ছিলেন?
উত্তরঃ পাল।
11. কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ মহীশূর।
12. ‘কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোের্ট’ কোথায়?
উত্তরঃ রিয়াধ ।
13. ‘উধাগামন্ডলম’-এর বর্তমান নাম হল:
উত্তরঃ উটি ।
14. আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয়:
উত্তরঃ 2 ফেব্রুয়ারি।
15. যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে?
উত্তরঃ এলাহাবাদ ।
16. সুন্দরবন কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান। পায়?
উত্তরঃ 1987
17. কৃষাণগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
18. তাওয়ানচু নদী ভারতের কোন রাজ্যে ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
19. আমেরিকার কোন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে 2018 সালে নােবেল পুরস্কার পান?
উত্তরঃ আর্থার আস্কিন।
20. ‘ট্রাইক্লোরােমিথেন’ রাসায়নিক যৌগটির সাধারণ নাম হল:
উত্তরঃ ক্লোরােফর্ম ।
21. টমাস আলভা এডিসনের যুগান্তকারী আবিষ্কারটি কী? উত্তরঃ ইলেকট্রিক বাল্ব।
22. তড়িৎপ্রবাহের এককের সংকেত হল:
উত্তরঃ K।
23. অ্যাটাকামাইট’ কোন ধাতব আকরিক?
উত্তরঃ তামা ।
24. সাধারণত কোন ব্যাক্টেরিয়া রান্না করা খাদ্যবস্তু বিষাক্ত করে?
উত্তরঃ ক্লসট্রিডিয়াম বটুলিনাম।
25.1 ফ্যাদম = কত ফুট।
উত্তরঃ 6 ফুট।
26. রাশিয়ার জাতীয় খেলা হল:
উত্তরঃ দাবা।
27. প্রণব বর্ধন কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ ব্রিজ।
28. সমঝােতা এক্সপ্রেস’ ভারতের সঙ্গে কোন দেশের যােগাযােগের ট্রেন ?
উত্তরঃ পাকিস্তান।
29. হাটে বাজারে’ বইটির লেখক:
উত্তরঃ বলাইচাঁদ মুখােপাধ্যায় ।
30. 2017-18 শলাকা সম্মান’-এ ভূষিত হলেন:
উত্তরঃ জাভেদ আখতার।
31. ভিয়েতনামের রাজধানী হল:
উত্তরঃ হ্যানয় ।
32. প্রথম কোন বাঙালি ভারতরত্ন পান?
উত্তরঃ ডাঃ বিধানচন্দ্র রায়।
33. পশ্চিমবঙ্গ সরকারের স্বয়ংসিদ্ধা’ প্রকল্পটি কীসের সঙ্গে যুক্ত?
উত্তরঃ মানব পাচার প্রতিরােধ।
34. ভূতের ভবিষ্যৎ' সিনেমাটির পরিচালক হলেন:
উত্তরঃ অনীক দত্ত।
35. ‘পানিহারি’ ভারতের কোন রাজ্যের লােকনৃত্য ?
উত্তরঃ রাজস্থান।
36. World no Tobacco Day' পালন করা হয়।
উত্তরঃ 31 মে।
37. ভারতের সংবিধান সংশােধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
38. JPEG-এর পুরাে কথা হল:
উত্তরঃ Joint Photographic Express Group ।
39. ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ কতগুলি কমিটি গঠন করে?
উত্তরঃ 13 ।
40. নীচের কোন অঙ্গরাজ্যের নিজস্ব হাইকোর্ট নেই?
উত্তরঃ মেঘালয়।
41. ‘চয়েজ অব টেকনিকস’ বইটির লেখক হলেন:
উত্তরঃ অমর্ত্য সেন।
42. ‘আন্তর্জাতিক আয়ুর্বেদ সম্মেলন-2018’ আয়ােজিত হল কোন দেশে?
উত্তরঃ নেদারল্যান্ডস।
43. উদয় শংকর কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ছিলেন? উত্তরঃ ব্যালে ।
44. ‘দি ক্যাপটিভ লেডি’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
45. অটল বিহারী বাজপেয়ী কত সালে ভারতরত্ন সম্মান পান?
উত্তরঃ 2015।
46. ‘নাে হেলমেট ননা পেট্রোল’ ভারতের কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল?
উত্তরঃ অন্ধ্র প্রদেশ।
47. ‘সীতার বনবাস’ নাটকটি কার লেখা?
উত্তরঃ গিরিশচন্দ্র ঘােষ।
48. ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন:
উত্তরঃ যােগেন্দ্র ত্রিপাঠী ।
49. বিশ্বের প্রথম হাইড্রোজেন শক্তি চালিত ট্রেন চালু করল:
উত্তরঃ জার্মানি ।
50. ‘জাতীয় পুষ্টি সপ্তাহের’-এবারের থিম ছিল:
উত্তরঃ Go Further with Food ।
SeeCloseComment