-->

The science of knowledge (জ্ঞান বিজ্ঞান - 1)






The science of knowledge:



• গুরু নানক কোথায় জন্মেছিলেন?
উত্তর: তালওয়ান্দি
•  সাবান তৈরিতে একটি উপজাত দ্রব্য কী?
উত্তর: গ্লিসারল
• কোন হরমোন দেহের জল ও রক্তে লবণের সমতা রক্ষা করে ?
উত্তর: ADH
• টম্যাটোতে কোন জৈব অ্যাসিড বর্তমান থাকে?
উত্তরঃ সাইট্রিক অ্যাসিড
• মরুভূমির উদ্ভিদকে কী বলে?
উত্তরঃ জেরোফাইট
• সোডা আাশের সংকেত কী?
উত্তর: Na2Co3,10H2o
• গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কী বলে?
উত্তরঃ বরেন্দ্রভূমি
•  ইম্পিরিয়াল ব্যাঙ্ক বর্তমানে কী নামে পরিচিত?
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
• নেপানগরে কী উৎপন্ন হয় ?
উত্তর: নিউজপ্রিন্ট
• ঝাড়খণ্ডের কোডামা কোন খনিজ  উৎপাদনের জন্য বিখ্যাত ?
উত্তরঃ অভ্র
• কোন গ্যাস শীতক হিসেবে কাজে লাগে?
উত্তরঃ No2
• কোন প্রধানমন্ত্রীর আমলে প্রথম  "রোলিং প্ল্যান” কার্যকর করা হয়েছিল?
উত্তরঃ মোরারজি দেশাই
• ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ সি রাজাগোপালাচারি
• হীরকের কোন ধর্মের জন্য এটি মূল্যবান রত্ন হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ উচ্চ প্রতিসারঙ্ক
•  সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে।
উত্তর: ক্রিকেট
• ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ কী জাতীয় হয়?
উত্তরঃ আম্লিক
• অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর: ১৯৩০ সালে
• ক্লোরোফিলে কোন ধাতু থাকে?
উত্তরঃ ম্যাগনেশিয়াম
• কোন খনিজের অভাবে উদ্ভিদের পাতার সম্মুখভাগ নুয়ে পড়ে?
উত্তরঃ নাইট্রোজেন
• ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কে প্রথম চালু করেছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু
•  টার্নার সিনড্রোমে ক্রোমোজমের সংখ্যা কত হয়?
উত্তরঃ ৪৫
• স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্রপ্রসাদ
• সৌরকোষ তৈরিতে কোন পদার্থ ব্যবহাত হয় ?
উত্তরঃ সেলেনিয়াম
• সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি
• ভারতের কোন রাজ্যে শিলং শৈলশহরটি অবস্থিত?
উত্তরঃ মেঘালয়
• কোন কয়লাকে সর্বোৎকৃষ্ট মানা হয়?
উত্তরঃ অ্যানথ্রাসাইট
•  নর্মদা নদীর উৎসস্থল কোন রাজ্যে ?
উত্তরঃ মধ্যপ্রদেশ
• ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক পরীক্ষার নাম কী ছিল?
উত্তরঃ স্মাইলিং বুদ্ধ
• দক্ষিণ ভারতের সব থেকে বড় কার্পাস বয়নকেন্দ্র কী?
উত্তরঃ কোয়েম্বাটুর
• ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
উত্তর: আবুল কালাম আজাদ
• মাদার’ উপন্যাসটি কার লেখা ?
উত্তর: ম্যাক্সিম গোর্কি
• হিমালয়ের পার্বত্য অঞ্চলে হিউমাস মিশ্রিত মাটিকে কী বলে?
উত্তর: পডসল
• আন্তজাতিক পরমাণু সংস্থা (আইএইএ)-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনা
• ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়?
উত্তর: আলেপ্পি
•  ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?
উত্তর: আন্টার্কটিকা

SeeCloseComment