-->

পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য



কবে পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রতিষ্ঠা হয়েছিল ?
উঃ ২৬ জানুয়ারী, ১৯৫০।
পশ্চিমবঙ্গের আয়তন কত?
উঃ ৮৮,৭৫২ বর্গকিমি।
পশ্চিমবঙ্গে লোকসংখ্যা কত?
উঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের লোক সংখ্যা ৯ কোটি ১ লক্ষেরও বেশি।
পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?
উঃ কোলকাতা।
পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?
উঃ কোলকাতা।
পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি?
উঃ ২৩ টি।
পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
উঃ কোলকাতা।
পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে?
উঃ মেদনীপুর জেলায়।
পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লোক বাস করে?
উঃ দার্জিলিং জেলায়।
পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী?
উঃ বাঙলা।
পশ্চিমবঙ্গের অধিবাসীদের কী বলে?
উঃ বাঙালী।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি?
উঃ বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কি কি?
উঃ পূর্বদিকে বাংলাদেশ এবং উত্তরদিকে নেপাল ও ভুটান অবস্থিত।
পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত?
উঃ মৌসুমী জলবায়ুর অন্তর্গত।
পশ্চিমবঙ্গের কোথায় অধিক বৃষ্টিপাত হয়?
উঃ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।
পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উঃ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।
পশ্চিমবঙ্গবাসীর প্রধান খাদ্য কি?
উঃ ভাত।
পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি?
উঃ পশ্চিমবঙ্গে তিনটি বিভাগ। যথা- প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ ও জলপাইগুড়ি বিভাগ।
পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উঃ প্রায় ৬০ হাজার।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উঃ প্রায় ৬০ হাজার।
পশ্চিমবঙ্গে কলেজের সংখ্যা কত?
উঃ ২০০টি।
পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
উঃ গঙ্গা।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
উঃ সান্দাকফু(৩,৬৩৬ মিটার)।
পশ্চিমবঙ্গের প্রধান ঋতু কয়টি ও কি কি?
উঃ পশ্চিমবঙ্গের প্রধান ঋতু চারটি । যথা- গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল ও শীতকাল।
পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কি?
উঃ মেছোবাঘ।
পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখিটির নাম কী?
উঃ ধলাগলা মাছরাঙা।
পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী?
উঃ শিউলি ফুল।
পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কী?
উঃ ছাতিম।
পশ্চিম বঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে?
উঃ ছয়টি। যথা- সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গোরুমারা জাতীয় উদ্যান, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান।
পশ্চিমবঙ্গের কোথায় রয়্যালবেঙ্গল টাইগার দেখা যায়?
উঃ সুন্দরবনে।
SeeCloseComment