-->

History (Short Question - 10)


History, Short_question, Question, Educational, Knowledgeable, gk, competitive, job, exam
History (Short Question - 10)

History Short Question :



প্রশ্নঃ আর্যদের একটি বড় যজ্ঞের নাম লেখ

উত্তরঃ রাজসূয়।

প্রশ্নঃ আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে?

উত্তরঃ পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল।

প্রশ্নঃ বেদ কথার অর্থ কি?

উত্তরঃ জ্ঞান ।

প্রশ্নঃ বেদ কয় প্রকার ?

উত্তরঃ চার প্রকার ।

প্রশ্নঃ বেদের তৃতীয় ভাগ টির নাম কি?

উত্তরঃ যজুঃ।

প্রশ্নঃ আর্যরা কখন ভারতে আসে?

উত্তরঃ আনুমানিক ২৫০০ থেকে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে।

প্রশ্নঃ দশ রাজার যুদ্ধে ভারত গোষ্ঠী রাজা কে ছিলেন?

উত্তরঃ সুদাস ।

প্রশ্নঃ বেদের অপর নাম কি?

উত্তরঃ শ্রুতি ।

প্রশ্নঃ বেদ গুলির মধ্যে কোনটি প্রাচীনতম?

উত্তরঃ ঋকবেদ ।

প্রশ্নঃ আর্যদের কোন আশ্রম কে 'যতি' বলা হয়?

উত্তরঃ সন্ন্যাস ।

প্রশ্নঃ বেদাঙ্গ কয়টি?

উত্তরঃ ছটি।

প্রশ্নঃ আর্যদের বিনিময়ে প্রধান মাধ্যম কি ছিল?

উত্তরঃ গরু ।

প্রশ্নঃ আর্যদের দুজন দেবতার নাম লেখ

উত্তরঃ ইন্দ্র ও বরুণ ।

প্রশ্নঃ আর্যদের একজন দেবের নাম কি?

উত্তরঃ ঊষা ।

প্রশ্নঃ ঋকবেদের সূক্ত বা স্তোত্র কয়টি?

উত্তরঃ১০১৭ টি মতান্তরে (১০২৮ টি) ।

প্রশ্নঃ আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যবহার চালু করেন?

উত্তরঃ লৌহ ধাতুর ।

প্রশ্নঃ প্রাচীন যুগে কয়টি মহাকাব্য রচিত হয়েছিল?

উত্তরঃ দুটি ।

প্রশ্নঃ “দশ রাজার যুদ্ধ” কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে?

উত্তরঃ ঋকবেদে ।

প্রশ্নঃ আর্য কি জাতীয় শব্দ?

উত্তরঃ সংস্কৃত ।

প্রশ্নঃ আর্য শব্দের অর্থ কি?

উত্তরঃ বিশ্বস্তজন ।

প্রশ্নঃ বৈদিক স্তোত্রের রচনাকারা ভারতের প্রাচীন অধিবাসীদের কী আখ্যা দেন?

উত্তরঃ দাস বা দস্যু।
SeeCloseComment