-->

10th August Current Affairs 2019


10th August Current Affairs 2019, Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job
10th August Current Affairs 2019

10th August Current Affairs 2019 :


1. উত্তরপ্রদেশ রাজ্য সরকার এবং নেদারল্যান্ডস বিভিন্ন ক্ষেত্রে সহযােগিতার বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তিকে আরও পাঁচ বছরের মধ্যে বাড়িয়েছে।


2. 'International Biodiesel Day' পালন করা হয় ১০ আগস্ট।

3. কংগ্রেস সভানেত্রী হিসেবে ঘোষণা করা হলো সনিয়া গান্ধীর নাম।এর আগে একটানা ১৫ বছরের উপর দলের সভানেত্রী ছিলেন সনিয়া। সভানেত্রী হওয়ার পর কংগ্রেসকে ক্ষমতাতেও আনেন তিনি। সেই সরকার ১০ বছর টিকেছিলে।

4. ইমরান খান পাকিস্তানের 22 তম এবং বর্তমান প্রধানমন্ত্রী।

5. ICC Test Batsmen’s Rankings-এ শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলী।

6. বালাকোটের হামলার বিমান চালক অভিনন্দন বর্তমান কে শীর্ষস্থানীয় সামরিক সম্মান "বীর চক্র" দেওয়া হবে।


7. FIFA U-20 মহিলা বিশ্বকাপের দশম সংষ্করন আয়োজন করছে নাইজেরিয়া।

8. ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরাে) সাংবাদিকদের পুরষ্কার ও স্বীকৃতি হিসাবে মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় বিক্রম সারাভাই সাংবাদিকতা পুরস্কার ঘােষণা করেছে। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাই।

9. প্রথম ভারতীয় বিমানসংস্থা হিসেবে উত্তর মেরুর উপর দিয়ে উড়বে এয়ার ইন্ডিয়া

10. প্রয়াত হলেন প্রখ্যাত শিক্ষাবিদ ওয়াই.জি.রাজলক্ষী পার্থসারথী।

11. 'Resurgent India' নতুন বইটির লেখক RBI এর প্রাক্তন গর্ভনর বিমল জালান।

12. 'ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, ২০১৯' পাশ করল রাস্ট্রপতি।

13. চিনে সাঁতার বিশ্বকাপে ১০০ মিটার ব্রেস্টস্টোকে সোনা পেলেন জামাইকার আলিয়া অ্যাটকিনসন।

14. বিশ্বের বৃহত্তম তোতা পাখির ' Heracles Inexpectatus' এর জীবাশ্ম আবিষ্কার হল নিউজিল্যান্ডে।

15. বিশ্ব তীরন্দাজ সংস্থা দ্বারা সাসপেন্ড হল ভারতীয় তীরন্দাজ অ্যাশোসিয়েসান।


16. চীনে সাঁতার বিশ্বকাপে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতলেন আর্জেন্তিনার দেলফিনা পিগনাতিয়েও।


17. সারা ভারতজুড়ে ‘One Nation, One Ration Card’ স্কিম চালু হবে ২০২০ সালের ১লা জুন থেকে


18. রাশিয়াতে অনুষ্ঠিত বৃহৎ সেনাবাহিনী অনুশীলন ‘Tsentr (centre) 2019’-এ অংশ নিতে চলছে ভারত এবং পাকিস্তান


19. পরের মাসে ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী Netanyahu

20. সম্ভবত কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হতে চলেছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার কে বিজয়কুমার।

21. ১২৯তম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়।


22. Indian Railways সংস্থা ভারতের প্রথম প্যাসেঞ্জারদের জন্য Biometric Token System লঞ্চ করলো ।


23. Jana small finance Bank তফসিলি ব্যাংক এর মর্যাদা পেল। এর সদর দপ্তর হল মুম্বাই।



English Version : Click Here 








         









SeeCloseComment