-->

Some important questions and answers to general knowledge (সাধারন জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর)




Gk, exam, knowledge, English, important, competitive, job
সাধারন জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর



সাধারন জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :


1.শব্দের গতিবেগ বেশি হয় কঠিন মাধ্যমে ।
2. হোয়াইট ভিট্রিয়ল নামে পরিচিত জিংক সালফেট ।
3. কুইক লাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইড কে ।
4. “Rare Earth” পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ধাতব মৌলের 55 - 57 শ্রেণীকে বলা হয় ।
5. হিমঘরে ব্যবহৃত গ্যাসটির নাম অ্যামোনিয়া ।
6. দার্শনিকের উল বলা হয় জিংক অক্সাইড কে ।
7. বেগুনি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ।
8. পটাশিয়াম সালফেট লবণটি ফটকিরিতে আছে।
9. ডিস এরিয়াল এক ধরনের অর্ধবৃত্তাকার প্রতিফলক।
10. পেরিস্কোপ এর প্রতিফলক অবতল দর্পণ ।
11. ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে ।.12. অ্যালফ্রেড নোবেল একজন রসায়নবিদ ।
13. টেবিল সল্ট বলতে সোডিয়াম ক্লোরাইড কে বোঝায় ।
14. ইউরিয়ার সংকেত CO(NH2) 2
15. কোন ধাতুকে গরম করলে ঘনত্ব কমে ।
16. তড়িৎ প্রবাহের ফলে অত্যন্ত তাপ সৃষ্টি হলেও বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট গলে না বা পুড়ে যায় না কারণ বাল্বের ভিতরে অক্সিজেন থাকে না ।
17. জোনাকি পোকায় লুসিফেরিন থাকার জন্য আলো জ্বলে।
18. অ্যাভোগাড্রো সূত্র বায়বীয় পদার্থের উপর প্রযোজ্য ।
19. নীলস বোর হলেন একজন পদার্থবিদ ।
20. শাক সবজি সবুজ রাখতে ব্যবহার করা হয় কপার সালফেট ।
21. ম্যালেরিয়া রোগের জন্য দায়ী মশা হল অ্যানোফিলিস ।
22. দূরের জিনিস দেখতে কোন লেন্স ব্যবহার করা হয় ।
23. নাইট্রাস অক্সাইড হলো লাফিং গ্যাস ।
24. বায়ুর চেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন ।
25. বলয় পরীক্ষার সঙ্গে যুক্ত অ্যাসিড হল নাইট্রিক অ্যাসিড ।
26. এরোপ্লেন এর চাকায় নাইট্রোজেন গ্যাস ভরা থাকে ।
27. অয়েল অব ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিড কে ।
28. কলিচুন এর সংকেত Ca(OH) 2।
29. ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন নামে পরিচিত ।
30. কুইনাইন , নিকোটিন প্রকৃতি হল উপক্ষার ।
31. সোডিয়াম হাইড্রোজেন শোষক নয় ।
32. চিলি রাজধানীর নাম সান্তিয়াগো।
33. মহানগরে লোক সংখ্যা হবে 10 লক্ষাধিক ।
34. 'লেটস মেক থিংস বেটার' স্লোগানটি ফিলিপস এর।
35. 'ইতালির ডেট্রয়েট' নামে খ্যাত তুরিন ।
36. 38 নম্বর প্যারালাল আছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ।
37. ভারতের যে রাষ্ট্রপতি সর্বাধিককাল পদ অলংকৃত করেছেন তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান।
38. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ।
39. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর জন্য মরীচিকার উৎপত্তি হয় ।
40. জাইলেম কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়।
41. ফ্রান্স সরকার পণ্ডিত রবিশঙ্করকে 'কম্যান্ডার অব দি লিজিয়ন অব অনারে' ভূষিত করেন ।
42. 'Man and Superman' বইটির লেখক জর্জ বার্নার্ড শ।
43. তীজ উৎসবটি রাজস্থানের ।
44. ক্রিপস মিশন লিনলিথগো এর সময়ে হয়েছিল ।
45. ভারতের একমাত্র 'Wild Ass Sanctuary' আছে গুজরাটে ।
46. 'i can' নামক আন্তর্জাতিক সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার পেল ।
47. এবারে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল জিতল ইংল্যান্ড ।
49. দুর্নীতির অভিযোগে সম্প্রতি সাড়ে 9 বছরের কারাদণ্ড হয়েছে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার-এর। ইনি ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন ।
50. পশ্চিম বর্ধমান জেলাটি 23 তম জেলার স্বীকৃতি পেল ।
51. “ট্রিপল অ্যান্টিজেন” হল ডিফথেরিয়া, টিটেনাস ও হুপিং কাশির জন্য ।
52. 'DOT' চিকিৎসার টিউবারকিউলোসিস রোগ এর সঙ্গে যুক্ত ।
53. ভিটামিন এর আকৃতি সম্পন্ন কিন্তু গুণসম্পন্ন নয় তাদের বলা হয় সিউডো ভিটামিন ।
54. সবচেয়ে বেশি ভিটামিন -এ পাওয়া যায় গাজরে।
55.' আয়োডিন' আবিষ্কার করেন বার্নার্ড করটয়স।
56. দুধের মধ্যে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে বলা হয় ল্যাকটোজ ।
57. কালমেঘ গাছের বিজ্ঞানসম্মত নাম হল অ্যান্ড্রোগ্রাফিক্স প্যানিকুলাটা।
58. কেন্দ্রীয় সরকারের 'লক্ষ্য স্কিম' এর উদ্দেশ্য হল মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নতি ।
59.ডিসপোজাল হাইপোডারমিক সিরিঞ্জ আবিষ্কারক কলিন  অলবার্ট মার্ডাক নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন।
60. পোকামাকড় দেখে ভয় পাওয়াকে বলে এন্টোমোফোবিয়া।
61. 'অটোস্কোপ' যন্ত্রটি ব্যবহার করা হয় কানের পর্দার পরীক্ষায়।
62. পাকা ফলে প্রচুর পরিমাণে ফ্রুকটোজ থাকে।
63. চোখের রড কোষ গঠনে ভিটামিন -A এর প্রয়োজন ।
64. 'উইডাল টেস্ট' টাইফয়েড রোগ নির্ণয় করার জন্য করা হয় ।
65. যেসব যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদের প্রোভিটামিন বলে ।
66. ফলিক অ্যাসিডের প্রধান উৎস হলো পালং শাক ।
67. আলফা ক্যারোটিন প্রোটিন এর উপস্থিতি দেখা যায় ত্বকের।
68. জন্মের পর শিশুর ওরাল পোলিও ভ্যাকসিনের ডোজকে বলা হয় জিরো ডোজ  ।
69. ভিটামিন - E কে আলফা টোকোফেরল বলা হয় ।
70. পশ্চিমবঙ্গের দরিদ্র মেয়েদের বিবাহের জন্য আর্থিক সাহায্য দানের প্রকল্পটির নাম হল রুপশ্রী ।
71. পোলিও ভ্যাকসিনের  ভাওয়ালের মাঝে বর্গক্ষেত্রে সাদা রংটি ভ্যাকসিনটি সঠিক ভাবে সংরক্ষিত কিনা বুঝতে সাহায্য করে ।
72. 'বাটারফ্লাই' কথাটি সাঁতার খেলার সঙ্গে সম্পর্কিত।
73. 'সতীশ' ও 'সাবিত্রী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসের চরিত্র ।
74. 'অ্যান্টিভেনিন' ওষুধ টি ব্যবহৃত হয় সাপ কামড়ালে।
75. গঙ্গাসাগর মেলা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় ।
76. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে' এই বিখ্যাত উক্তিটি রঙ্গলাল গঙ্গোপাধ্যায়ের ।
77. ভিটামিন - K চর্বি জাতীয় পদার্থে দ্রবণীয়।
78. প্রকৃতিগতভাবে ভারতের সংবিধান হল অংশত নমনীয়, অংশত অনমনীয়।
79. রুবেলা একটি ভাইরাল অসুখ।
80.পুনম যাদব ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত।


English Version : Click Here 



         










SeeCloseComment