-->

14th August Current Affairs 2019



Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job
14th August Current Affairs 2019



14th August Current Affairs 2019 :


🇮🇪আজ ভারতের 73 তম স্বাধীনতা দিবস। 

🇮🇪 ভারতীয় রেলপথের রেল সুরক্ষা বাহিনী (RPF) অজ্ঞাতপরিচয় যানবাহন নিয়ন্ত্রণে একটি বিশেষ ড্রাইভ অপারেশন “নম্বর প্লেট” চালু করলো |


🇮🇪 ১৩ ই আগস্ট কেন্দ্রীয় বস্ত্র এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি কেন্দ্রীয় কারুশিল্প যাদুঘরের একটি টেক্সটাইল গ্যালারীর উদ্বোধন করলেন ।

🇮🇪কলকাতার বাগবাজারে বিশ্বে প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম উদ্বোধন করলেন মমতা ব্যানার্জী।

🇮🇪 নাভাল এয়ার এনক্লেভ (NAE), কোচি CIAL – এ অনুষ্ঠিত অনুষ্ঠানে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের (সিআইএল) সাথে সমঝোতা স্মারক (MoU) সই করেছেন।

🇮🇪ভুবনেশ্বরে Naval Tata Hockey Academy (NTHA)-এর উদ্বোধন করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।

🇮🇪বিশ্বের সবথেকে উঁচু হ্রদ ' Kajin Sara Lake' আবিষ্কৃত হল নেপালে।

🇮🇪 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা স্পিকার ওম বিড়লা এবং হরদীপ পুরী ও জিতেন্দ্র সিংহ সহ কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে সংসদ হাউস এস্টেটের ডায়নামিক ফেকেড লাইটিং এর উদ্বোধন করলেন।

🇮🇪৩ দিন ব্যাপী Global Investors Summit 2019 হোস্ট করবে জম্মু-কাশ্মীর; এবং এটি অনুষ্ঠিত হবে শ্রীনগরে।


🇮🇪 ২০১৯ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার নয়াদিল্লিতে বতন নামে একটি দেশাত্মবোধক গান প্রকাশ করলেন ।

🇮🇪তামিলনাড়ুর পলনী মুরুগণ মন্দিরের ‘পঞ্চামৃত’ পেলো Geographical Indication tag

🇮🇪 ২০২২ Birmingham  Commonwealth গেমসে অন্তর্ভুক্ত হল মহিলা টি-২০ ক্রিকেট, বিচ ভলিবল ও প্যারা টেবল টেনিস।

🇮🇪দিল্লিতে অনুষ্ঠিত World Education Summit-2019-এ ‘Best Innovation and Initiative Leadership Award’ পেলো রাজস্থান।


🇮🇪প্রথম ভারতীয় পেশাদার রাধুনী(Chef) হিসাবে ফরাসী সম্মান ‘Chevalier de l’Ordre du Mérite Agricoleto’ পালেন কলকাতার প্রিয়ম চ্যাটার্জি। 

🇮🇪 অঙ্গ দান সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর ১৩ ই আগস্ট অঙ্গদান দিবস হিসাবে পালন করা হয়।

🇮🇪 সমস্ত ধরনের ফুটবল থেকে অবসর নিলেন নেদারল্যান্ডের Wesley Sneijder.

🇮🇪 উচ্চ পর্যায়ের কমিটি CSR ব্যয়কে কর ছাড়ের একটি উপায় বলে গণ্য করলো |

🇮🇪 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) স্টার্টআপস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক স্যান্ডবক্স (RS) এর জন্য চূড়ান্ত কাঠামো জারি করেছে।

🇮🇪 বিশ্ব লন টেনিস Ranking এ প্রথম স্থানে জায়গা পেল নোভাক জোকোভিচ।

🇮🇪 কেন্দ্রীয় সরকার একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যার মাধ্যমে লোকেরা তাদের বাড়ির বর্জ্য পদার্থগুলোকে নগর পৌর সংস্থাগুলির হাতে তুলে দিতে সক্ষম হবে।

🇮🇪 প্রয়াত হলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ডিফেন্ডার Jose Brown.

🇮🇪 আবাসন ও নগর বিষয়ক মন্ত্রনালয় (MoHUA) ১৩ ই আগস্ট স্বচ্ছ শুভক্ষন ২০২০ চালু করেছে।

🇮🇪 কেন্দ্র 'SAMARTH' Scheme এর অধীনে ১০ লাখ যুবক-যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট করবে বলে স্থির করেছে। 

🇮🇪 'Unlawful Activities ( Prevention) Amendmen Bill 2019 পাশ করল রাস্ট্রপতি।

🇮🇪 সরকার বিজ্ঞপ্তি দিয়েছে যে, অর্থোপেডিক হাঁটু প্রতিস্থাপনের সিলিং মূল্য নির্ধারিত বছরে তাদের ব্যয় ১০% এর বেশি যাতে না বাড়ে তা পর্যবেক্ষণ করা হবে।

🇮🇪 প্রয়াত হলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার অগ্রনী পাইলট Dorothy Olsen. 


🇮🇪Asian Athletics Association’s (AAA) Athletes Commission-এর সদস্য হিসাবে নিযুক্ত হলেন P.T. Usha

🇮🇪স্বাস্থ্যবীমা ক্ষেত্রে আদিত্য বিড়লা হেলথ ইনসুরেন্স, চুক্তি করল অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে।




English Version : Click Here 








         








SeeCloseComment