-->

22nd August Current Affairs 2019




22nd August Current Affairs 2019 :


1. ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক টেনিস সংস্থা।

2. ২২ শে আগস্ট ২০১৯ – এ বিশ্ব প্রথমবারের মতো ‘ধর্ম বা বিশ্বাসের উপর ভিত্তি করে সহিংসতার শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ পালন করছে |

3. উসাইন বোল্টের সাথে Puma কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ভারতের দৌড়বিদ দ্যুতি চাঁদ।

4. JNU এর অধ্যাপক মিতা নারায়ণ ‘পুশকিন পদক – ২০১৯’ এ ভূষিত হলেন ।

5. ইনসাইডার ট্রেডিং ইনফরম্যান্টদের এক কোটি টাকার পুরষ্কার ঘোষণা করেছে সেবি |


6. চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২, ইসরো সূত্রে খবর, চাঁদ থেকে প্রায় ২৬৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় তোলা হয়েছে ছবিটি। বুধবার চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় তোলা হয় ছবিটি।

7. সরকার বিদেশী পর্বতারোহী এবং ট্রেকারদের জন্য হিমালয় ১৩৭ টি শিখর খুলে দিলো |

8. দাউ দাউ করে জ্বলছে পৃথিবীর ফুসফুস। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে আকাশ। ব্রাজিলের স্পেস রিসার্চ সেন্টার জানিয়েছে, সাম্প্রতিককালে এই নিয়ে ৭২, ৮৪৩ বার আগুন লেগেছে আমাজনের গভীর জঙ্গলে। যার ফলে আমাজনের বিস্তীর্ণ এলাকার প্রবল ক্ষতি হয়েছে। দক্ষিণ আমেরিকার বৃষ্টিচ্ছায় অরণ্য আমাজন পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ধোঁয়া প্রায় ১৭০০ কিমি দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

9. পাকিস্তানকে ‘হাইড্রোলজিক্যাল ডেটা’ দেওয়া বন্ধ করল ভারত। পাকিস্তানের সঙ্গে ‘হাইড্রোলজিক্যাল ডেটা’ আদান-প্রদান করার চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল ভারত। বুধবার এ কথা জানিয়েছেন ‘ইন্দাস ওয়াটার’-এর ভারতের কমিশনার পি কে সাক্সেনা। ১৯৮৯ সালে পাকিস্তানের সঙ্গে ভারতের এই চুক্তি হয়েছিল।

10. নাসার বিজ্ঞানীরা গলে যাওয়া বরফ ট্র্যাক করার মিশনে গ্রীনল্যান্ড পার করছেন |


11. ডাঃ অজয় ​​কুমারকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রতিরক্ষা সচিব পদে নিয়োগ করা হলো ।

12. রাশিয়া সরকারের থেকে ‘Pushkin Medal 2019’ পেলেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা Meeta Narain।


13. ২০১৯ ডিসেম্বর মাস থেকে সমস্ত যানবাহনে FASTag ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকরি।

14. মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক স্কুল হেডস এন্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্টস (NISHTHA) জন্য জাতীয় উদ্যোগ চালু করলো ।


15. Amazon India তাদের বিশ্বের সবথেকে বড় ক্যাম্পাস উদ্বোধন করল হায়দ্রাবাদে।


16. ‘WEF’s India Economic Summit’-এ সহ-সভাপতিত্ব করবেন শেখ হাসিনা এবং সানিয়া মির্জা।

17. বিশ্বের মধ্যে Amazon কোম্পানীর সবথেকে বড় ক্যাম্পাসের উদ্বোধন করা হলো হায়দ্রাবাদে।


18. নতুন ক্য়াবিনেট সচিব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব Rajiv Gauba.

19. 'The Dairy Of Manu Gandhi' নতুন বইটির লেখক শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল।


20. কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ন্যূনতম মাসিক পেনশন বাড়ছে ।


21. সোলার প্রজেক্ট তৈরীতে দেশের মধ্যে প্রথম হল কর্নাটক রাজ্য।


22. Global Annual Brand Health Rankings 2019 তালিকায় শীর্ষস্থান পেল Google; দ্বিতীয় স্থানে WhatsApp এবং তৃতীয় স্থানে YouTube

23. আমেরিকার ক্যাটালিনা চ্যানেল পার হলেন মধ্যপ্রদেশের প্যারা স্যুইমার সত্যেন্দ্র সিং লোহিয়া।





English Version : Click Here 






         





SeeCloseComment