-->

27th August Current Affairs 2019



27th August Current Affairs 2019 :


1. মারা গেলেন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। যিনি ভারতের প্রথম মহিলা Director General of Police (DGP) ।

2. কোয়েম্বাটুরে 'Avian Ecotoxilogy' এর কেন্দ্র উদ্বোধন হল।

3. সেপ্টেম্বরকে পুষ্টি মাস(Month of Nutrition) হিসাবে উদযাপনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. ' ইন্দো প্যাসিফিক চিফ অফ ডিফেন্স কনফারেন্স ২০১৯' অনুষ্টিত হল থাইল্যান্ডে।

5. কর্নাটক সরকার নিকোটিনকে বিষ হিসেবে ঘোষনা করলো ।

6. শ্রীমতী পদ্মজা Cook Islands-এ ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন ।

7. Shavendra Silva শ্রীলঙ্কান আর্মির নতুন কমান্ডার নিযুক্ত হলেন জেনারেল।

8. ‘Shaheen-VIII’-নামে যৌথ বায়ুসেনা অনুশীলন শুরু করলো পাকিস্তান এবং চীন এয়ার ফোর্স।

9. দিল্লিতে অনুষ্টিত হল 7th 'Community Radio Sammelan 2019' ।

10. ভারতের কমলিকা বারী মাদ্রিদে অনুষ্ঠিত World Youth Championships-এ সোনা জিতলেন ।

11. দিল্লিতে অনুষ্টিত হল 4th ' Internet Of things India Congress 2019' ।

12. ‘Springhill’-নামে তার প্রথম Artificial Intelligence চিপ তৈরী করলো Intel কোম্পানি।

13. কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক, Shri D.V. Sadananda Gowda  ভেষজ উদ্ভিদ সন্ধানের সুবিধার্থে ‘Janaushadhi Sugam’-নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো।

14. ভারতীয় ক্রিকেট টিমের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন Ramesh Powar ।

15. AI Digital Lab তৈরী তে Indian School Of Bussiness এবং Microsoft কোম্পানী MoU স্বাক্ষর করল।

16. তেলেঙ্গানা হাইকোর্টে ৩জন বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন Tadakamalla Vinod Kumar, Annireddy Abhishek Reddy এবং Kunuru Lakshman ।


English Version : Click Here 



         



SeeCloseComment