-->

29th August Current Affairs 2019



29th August Current Affairs 2019 :



1. প্রতি বছর ২৯শে আগষ্ট বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষ্যে ‘National Sports Day’ বা ‘রাষ্ট্রীয় খেল দিবস’ পালন করা হয়

2. বিশ্বের প্রথম দেশ হিসেবে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রক ভারতীয় সমুদ্রযাত্রীদের জন্য বায়োমেট্রিক সিফারের আইডেন্টি ডকুমেন্ট (BSID) চালু করেছে।

3. HRD মন্ত্রনালয় স্কুল শিক্ষায় নতুন ওয়েবসাইট 'Shagun' লঞ্চ করল ।

4. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২৯ শে আগস্ট লেহতে ২৬ তম লাদাখী কিষান জওয়ান বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ।

5. ভারত বিশ্বে প্রথম Facial Biometric Data Based পরিচয় পত্র লঞ্চ করলো ।

6. ২০২০ সালে FIFA U-17 Women’s World Cup অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

7. 'Distinguished Fellowship Of IOD, 2019' সন্মান পেলেন ONGC এর চেয়ারম্যান ও MD শশী শঙ্কর।


8. ফোর্বস ম্যাগাজিনের বিচারে ১৮৫ মিলিয়ন ডলার (১,৩০০ কোটি) টাকা উপার্জন করে টেলর সুইফট ২০১৯ সালে সর্বাধিক উপার্জনকারী মহিলা সংগীতশিল্পীর স্থান পেলেন ।

9. সংযুক্ত আরব অমিরাতে(UAE) ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন পবন কাপুর।

10. কোল ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রমোদ আগরওয়াল।

11. Paytm কোম্পানীর Financial Services Business-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন অমিত নায়ার।

12. Shaliza Dhami প্রথম মহিলা এয়ারফোর্স অফিসার হিসেবে 'Flight Commander' হলেন।

13. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি (CCEA) ২০২১-২২ সালের মধ্যে ৭৫ টি অতিরিক্ত সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে।

14. Ashish Kasodekar প্রথম ভারতীয় হিসেবে 'La Ultra The High' ম্যারাথন দৌড় কমপ্লিট করল।

15. মহিলাদের ১০মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত World Cup-এ সোনা জিতলো ভারতের Elavenil Valarivan ।



English Version : Click Here 



         



SeeCloseComment