-->

WBCS Ancient History ( Part - 1)



WBCS Ancient History :


 1)খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল?
☞ 16 টি।
2) ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল?
☞ বৃজি ও মল্ল।
3) দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি?
☞ অস্মক।
4) কোন কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?
☞ বৌদ্ধ জাতক, অঙ্গুত্তরনিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ।
5) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
☞ বিম্বিসার।
6) বিম্বিসারের উপাধি কি ছিল?
☞ শ্রেনিক।
7) বিম্বিসারের রাজধানী কোথায় ছিল?
☞গিরিব্রজ।
8) হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর উপাধি কি ছিল?
☞ কুনিক।
9) কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন?
☞ উদয়ীন।
10) হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন?
☞ নাগ দশক।
11) হর্ষঙ্ক বংশের পর কে মগদের সিংহাসন দখল করেন?
☞ শিশুনাগ।
12) শিশুনাগের রাজধানী কোথায় ছিল?
☞ বৈশালী।
13) শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন?
☞ কালাশোক।
15) শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল?
☞নন্দ বংশ।
16) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
☞ মহাপদ্ম নন্দ।
17) "দ্বিতীয় পরশুরাম" কাকে বলা হয়?
☞ মহাপদ্ম নন্দ কে।
18) মহাপদ্ম নন্দ কোন কোন উপাধিতে ভূষিত করা হয়?
☞ একরাট ও সর্বক্ষত্রান্তক।
19) উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?
☞ মহাপদ্ম নন্দ কে।
20) নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন?
☞ ধননন্দ।
21) কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন?
☞ ধননন্দ।
22) নন্দ বংশের পর ভারতে কোন বংশ রাজত্ব করেছিল?
☞মৌর্য বংশ।
23) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
☞ চন্দ্রগুপ্ত মৌর্য।
24) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা কে ছিলেন?
☞ কৌটিল্য বা চাণক্য।
25) গ্রিক রাজদূত মেগাস্থিনিস কোন সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
☞ চন্দ্রগুপ্ত মৌর্য?
26) "ইন্ডিকা" গ্রন্থের লেখক কে?
☞ মেগাস্থিনিস।
27) মেগাস্থিনিস কোন গ্রিক রাজার দূত হিসেবে ভারতে এসেছিলেন?
☞ সেলুকাস।
28) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?
☞ চন্দ্রগুপ্ত মৌর্য কে।
29) চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
☞ জৈন ধর্ম।
30) চন্দ্রগুপ্ত মৌর্যের কোথায় জীবনাবসান ঘটে?
☞ মহীশুরের শ্রবণবেলাগলা।
31) গ্রিক লেখকদের বর্ণনায় কাকে সান্ড্রোকোট্টাস নামে অভিহিত করা হয়েছে?
☞ চন্দ্রগুপ্ত মৌর্য কে।
32) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে মগধের সিংহাসনে বসেন?
☞ বিন্দুসার।
33) বিন্দুসারের উপাধি কি ছিল?
☞অমিত্রাঘাত।
34) বিন্দুসার কোন ধর্মাবলম্বী ছিলেন?
☞আজিবক।
35) বিন্দুসারের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন?
☞অশোক।
36) অশোক কবে সিংহাসনে বসেন?
☞ 273 খ্রিষ্টপূর্বাব্দে।
37) কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?
☞ 261 খ্রিস্টপূর্বাব্দ।
38) কলিঙ্গ রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
☞তোষালি।
39) অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন?
☞ জেমস প্রিন্সেপ।
40) মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন
☞বৃহদ্রথ।
41) মৌর্য বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল?
☞শুঙ্গ বংশ।
42) শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
☞পুষ্যমিত্র শুঙ্গ ।
43) কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমন করেছিল?
☞পারসিক
44) আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
☞ 327 খ্রিস্টপূর্বাব্দে।
45) মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা?
☞ বিশাখদত্ত।
46) ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল?
☞শাকল/ শিয়ালকোট।
47) কুশান রা কোন জাতির শাখা?
☞ইউ-চি।
48) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
☞সিমুক।
49) নাসিক প্রশস্তি কে রচনা করেন?
☞ গৌতমি বলশ্রী।
50) কোন সাতবাহন নরপতি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন?
☞ প্রথম সাতকর্ণী।




         



SeeCloseComment