-->

24th August Current Affairs 2019





24th August Current Affairs 2019 :


1. প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। শনিবার দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। গত ৯ অগস্ট সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি।


2. যুব ভারতীতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার ডুরান্ড কাপ জিতে নিল গোকুলাম কেরালা এফসি। ১৯ বছর পর সোনার সুযোগ মোহনবাগানের সামনে এসেছিল।

3. বিশ্বের সবথেকে বড় কম্পিউটার চিপ তৈরী করলো Cerebras Systems নামে ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি

4. চিনে অনুষ্ঠিত World Police Games-এ ৩টি পদক জিতলেন মহারাষ্ট্রের কনস্টেবল মনালী যাদব।

5. পনেরো বছরের বেশি পুরনো গাড়িকে ধরতে শহরের বিভিন্ন প্রান্তে বসেছে সয়ংক্রিয় নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা।

6. টাইম ম্যাগাজিনের ১০০ টি 'World Greatest Places' এ জায়গা হল ভারতের 'Statue Of Unity' এবং মুম্বাইএর 'Soho House'.

7. ই-কমার্স সংস্থা অ্যামাজন তেলঙ্গানার হায়দ্রাবাদে বিশ্বের বৃহত্তম একক ক্যাম্পাসের উদ্বোধন করলো ।

8. ‘Bavar-373’-নামে নতুন মিশাইল ডিফেন্স সিস্টেমের উদ্বোধন করলো ইরান

9. প্রথম বিশ্ব যুব সম্মেলন সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল। এটির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

10. প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ODI তে ২০০ রানের রেকর্ড করলেন ভারতের স্মৃতি মান্ধানা।

11. মাদ্রিদে বিশ্ব যুব তিরন্দাজি তে ব্রোঞ্জ জিতল ভারতীয় টিম।

12. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) জানিয়েছে যে, পানীয় জলের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা বর্তমান স্তরে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না।


13. নরেন্দ্র মোদীকে 'অর্ডার অব জায়েদ' সম্মানে সম্মানিত করলেন যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান।সংযুক্ত আরব আমিরশাহিতে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হল 'অর্ডার অব জায়েদ' ।

14. সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের রুপে কার্ডের সূচনা করলেন নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে আমিরশাহিতেই শুরু হল রুপে কার্ডের পরিষেবা।
২০১২ সালে রুপে কার্ডের সূচনা করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া। দেশে ডিজিটাল লেনদেনে উতসাহদানের লক্ষ্যে তা করা হয়েছিল। বলা ভাল, এটা মাস্টার্স ও ভিসা কার্ডের ভারতীয় প্রতিরূপ।


15. ভারতের দ্বিতীয় ডবল-ডেকার ট্রেন হিসাবে বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার মধ্যে যাতায়াত করবে উদয় এক্সপ্রেস

16. রাশিয়া ফেডর টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) নামে জীবনযাত্রার হিউম্যানয়েড রোবট চালু করলো |

17. রাজিব গান্ধীকে শ্রদ্ধার্থে ‘Sarbat Sehat Bima Yojna’ লঞ্চ করলো পাঞ্জাব সরকার।


18. বাহারিনের মনামায় শ্রীনাথজি-র মন্দির সংস্কারের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্দির সংস্কারের ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

19. 2019 State Rooftop Solar Attractiveness Index-এ শীর্ষস্থান পেলো কর্নাটক

20. জাপানের টোকিওতে অনুষ্ঠিত Olympic Test Event 2020 জিতলো ভারতীয় মহিলা হকি দল


21. পেনশন বিক্রির (কমিউটেশন) ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) অছি পরিষদ। অছি পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে সম্মতি মিলেছে। ২০০৯ সাল থেকে পেনশন বিক্রির সুবিধা বন্ধ করে দেয় পিএফ কর্তৃপক্ষ।

22. Euromoney Magazine এর 'World Best Bank' এর তকমা পেল DBS ব্যাঙ্ক।


23. ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) ইউরোপা ক্লিপার মিশনের উন্নয়নের পরবর্তী ধাপটি নিশ্চিত করেছে।



English Version : Click Here



         




SeeCloseComment