-->

15th September Current Affairs 2019




15th September Current Affairs 2019 :



1. প্রতিবছর ১৫ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় । এবারের থিম ছিল ‘Participation’।

2. ভারতের টেবিল টেনিস খেলোয়াড় Payas Jain ITTF Asian Junior and Cadet Championship-এ রুপোর পদক জিতলেন ।

3. ভারতের মধ্যে সেরা ইউনিভার্সিটির তকমা পেল IIT Ropar এবং IISc Bengaluru (World University Rankings 2020 অনুযায়ী)

4. ভারত ১০০ টির বেশী দেশে নিজস্ব প্রযুক্তি তে তৈরী বুলেটপ্রুফ জ্যাকেট রপ্তানি শুরু করল ।

5. নরেন্দ্র মোদী ঝাড়খন্ডের সাহিবগঞ্জে গঙ্গার উপর ভারতের দ্বিতীয় Multi-Modal Terminal-এর উদ্বোধন করলেন ।

6. চিনের সান ফেই জিয়াংয়ের বিরুদ্ধে ফাইনাল জিতে ভিয়েতনাম ওপেনে চ্যাম্পিয়ন সৌরভ ভর্মা।

7. জাতি সংঘের দ্বারা সম্মানিত হলেন ভারতের ৫ জন মহিলা পুলিশ অফিসার

8. ভারতের ‘Yogi of the Racetrack’-নামে শর্টফিল্ম UNWTO Tourism Video Competition 2019-এ ‘Best Video’ অ্যাওয়ার্ড জিতলো ।

9. মুম্বাইয়ে Maritime Communication Services লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ


10. সমস্ত বিদেশী শিক্ষার্থীদের জন্য ২ বছরের Post-Study Work ভিসার ঘোষণা করলো যুক্তরাজ্য

11. বেলজিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টে সোনা জিতলেন ১৮ বছর বয়সী ভারতীয় শাটলার লক্ষ্য সেন।

12. Samsung অন্ধ ও বধিরদের জন্য Good Vibes এবং Relumino-নামে দুটি অ্যাপ লঞ্চ করলো ।




English Version : Click Here





         



SeeCloseComment