-->

19th September Current Affairs 2019



19th September Current Affairs 2019 :



1. প্রতি বছর 18ই সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালন করা হয়।


2. ই-সিগারেট ব্যান করল কেন্দ্রীয় মন্ত্রীসভা।


3. 18 ই সেপ্টেম্বর, 2019 এ কেন্দ্র সুপ্রিম কোর্টে চারজন নতুন বিচারক নিয়োগ করলো । যাদের নিয়োগের সাথে সাথে, apedx আদালতে বিচারকদের সংখ্যা এখন দাঁড়ালো 34 ।


  • হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন কৃষ্ণা মুরারি।
  • হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন V. Ramasubramanian.
  • রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন S Ravindra Bhat.
  •  কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন Hrishikesh Roy.



4. সুইডিস পরিবেশবিদ Greta Thunberg জলবায়ু বিপর্যয় রোধে ভুমিকা পালনের জন্য ‘Amnesty International’s ‘Ambassadors of Conscience’ অ্যাওয়ার্ড পেলেন ।

5. 'Indian Green Building Council' সবুজায়নের জন্যে সেকেন্দ্রাবাদ রেল স্টেশন কে পুরষ্কৃত করল।

6. কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি বেঙ্গালুরুুর HAL বিমানবন্দর থেকে দেশীয়ভাবে নির্মিত হালকা যুদ্ধ বিমান 'Tejas Fighter Aircraft' উড়ান সম্পন্ন করলেন ।

7. কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লাদাখে Cricket and Sports Academy স্থাপনের ঘোষণা করলেন ।

8. তেলেঙ্গানা 2020 সালটিকে ‘Year of Artificial Intelligence’ হিসাবে পালন করবে ।

9. বেঙ্গালুরু তে 'AI Research Lab' লঞ্চ করল গুগল।

10. যুক্তরাষ্ট্রের Education Excellence Award 2019 দ্বারা সম্মানিত হলেন সুপার-30-এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমার

11. দিল্লি পুলিশ দিল্লির নাগরিকদের জন্য ‘Tatpar’-নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলো ।

12. ভারতের Vinesh Phogat কাজাখস্তানে অনুষ্ঠিত Wrestling World Championships-এ ব্রোঞ্জের মেডেল জিতলো ।

13. 2022 বেজিং উইন্টার অলিম্পিক এবং প্যারালিম্পিকের ম্যাসকট হলো ‘A Smiling Panda and a Walking Chinese Lantern’.



English Version : Click Here








         



SeeCloseComment