-->

26th September Current Affairs 2019



26th September Current Affairs 2019 :



1. ২৬শে সেপ্টেম্বর ‘World Maritime Day’ পালন করা হয়। এবারের থিম ছিল ‘Empowering women in the maritime community’ ।

2. মনিপুর সিনিয়র মহিলা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল ।

3. পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হবেন রাজীব সিনহা।

4. চিনের রাষ্ট্রপতি Xi Jinping চিনের বেজিং-এ তারামাছ আকৃতির বিমানবন্দরের উদ্বোধন করলেন ।

5. IAAF এর 'Pin Award' এ সন্মানিত হলেন অ্যাথলেটিক P.T Usha ।

6. IAAF এর পুনরায় চিফ নির্বাচিত হলেন Sebastian Coe ।

7. রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানী ‘2019 IIFL Wealth Hurun India Rich’ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

8. International Cricket Council ( ICC) ডিজিটাল কনটেন্ট বহন করার জন্যে ফেসবুকের সাথে অংশীদারিত্ব হল ।

9. পি.ভি. সিন্ধু Visa-নামক পেমেন্ট কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে ২ বছরের জন্য নিযুক্ত হলেন ।


10. ভারতের জাতীয় মহিলা ব্যাডমিন্টন টিমের কোচ পদ থেকে পদত্যাগ করলেন Kim Ji-Hyun ।

11. Gopal Vittal ভারতে এয়ারটেলের অন্তবর্তী 'Chief People Officer' হলেন ।

12. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের কোস্ট গার্ডের জন্য ‘Varaha’-নামে জল জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ।

13. ইংল্যন্ডের ম্যাথমেটিশিয়ান অ্যাডাম হারপার 'SASTRA Ramanujan' পুরস্কার ২০১৯ পেলেন ।

14. ভারতের মহিলা দাবা খেলোয়াড় Koneru Hampi, Skolkova Fides Grand Prix 2019 শিরোপা জিতলেন ।

15. 'Republic Of Guinea Bissau' এর ভারতীয় রাস্ট্রদূত হলেন Godavarthi Venkata Srinivas ।




English Version : Click Here




         



SeeCloseComment