-->

17th October Current Affairs 2019





17th October Current Affairs 2019 :



1. 17th October পালন করা হয় International Day for the Eradication of Poverty’ । এবারের থিম ছিল ‘Acting Together to Empower Children, their Families and Communities to End Poverty’ ।


2. Shri J.P.S Chawla কেন্দ্রের ফাইনান্স ডিপার্টমেন্টের Controller General Of Accounts পদের দায়িত্ব পেলেন ।

3. ভারতীয় জনসঙ্ঘ দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে জম্মু-কাশ্মীরে NH-44-এ অবস্থিত ভারতের সবথেকে দীর্ঘ টানেল ‘Chenani- Nashri’-এর নাম পরিবর্তন করে রাখা হবে।

4. নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জী ও এস্টার ডাফলো 'Good Economics for Hard Times - Better Answer to our Biggest Problem' নামে নতুন বইটি লিখেছেন ।

5. সংযুক্ত আরব আমিরশাহী আবু-ধাবিতে বিশ্বে প্রথম Mohamed bin Zayed University of Artificial Intelligence( MBZUAI) স্থাপনের ঘোষণা করল

6. ICC এর সদস্য দেশ হিসেবে জিম্বাবোয়ে ও নেপাল আবার যুক্ত হল।


7. বার্সেলোনার ক্যাপ্টেন লিওনেল মেসি European leagues-এ সেরা স্কোর করার জন্য তাঁর ৬তম সোনার বুট পেলেন । এই নিয়ে টানা তিন বার পুরস্কার পেলেন লিওনেল মেসি।

8. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় 'Food Seafty Mitra' স্কিম লঞ্চ করল ।

9. ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনী দেশব্যাপী ‘Team Cashless India’-নামে উদ্যোগের জন্য Mastercard-এর সঙ্গে যোগ দিল

10. ভারতীয় ডাক বিভাগ সেভিংস একাউন্টের জন্য মোবাইল ব্যাঙ্কিং ফেসিলিটি লঞ্চ করলো

11. ভারতীয় মহিলা ফুটবল টিম বাংলাদেশকে হারিয়ে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত 3rd SAFF U-15 Women’s Championship 2019 জিতল ।

12. 2019 World Giving Index-এ ভারতের স্থান 82তম এবং শীর্ষস্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র


13. ভারতীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল 9টি Sewa Service Trains লঞ্চ করলেন ।










         




SeeCloseComment