-->

19th October Current Affairs 2019





19th October Current Affairs 2019 :


1. হাইলাকান্দি (Hailakandi) ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের জন্য আসামের প্রথম জেলা হয়ে উঠেছে এবং রাজ্য সরকারী কর্মচারীদের তাদের ছুটির আবেদন অনলাইনে ফাইল করতে হবে।

2. অনুপ কুমার সিং National Security Guard (NSG)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন ।

3. Insolvency and Bankruptcy Board of India (IBBI)-এর আজীবন সদস্য হলেন সুধাকর শুক্লা।

4. জার্মান বিজ্ঞানীরা বিশ্বের দ্রুততম পিঁপড়ে আবিষ্কার করল ।

5. ভারতের প্রখ্যাত দাবা খেলোয়াড় Viswanathan Anand ‘Mind Master: Winning Lessons from a Champion’s Life’ শিরোনামে বই লিখলেন ।



6. প্রাক্তন IMF চিফ Christine Lagarde, European Central Bank-এর প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হলেন ।


7. পাকিস্তান টেস্ট ক্রিকেট টিমের নতুন অধিনায়ক হলেন আজাহার আলি।

8. ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হবেন Sharad Arvind Bobde ।

9. Pranjal Patil ভারতের প্রথম অন্ধ মহিলা IAS officer হিসাবে কেরালায় দায়ভার গ্রহণ করলেন ।

10. ওড়িশার ভুবনেশ্বরে পূর্ব ভারতের প্রথম রোবট রেস্টুরেন্ট তৈরী হল ।

11. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সৈনিক স্কুলে মহিলা শিশুদের ভর্তি হওয়ার অনুমোদন দিল ।

12. ভারত 91st 'Interpole General Assembly 2022' আয়োজন করবে ।


13. জাল সংবাদের বিস্তার রোধে মহারাষ্ট্র পুলিশ AI firm - এর সাথে সম্পর্ক স্থাপন করেছে।






         



SeeCloseComment