-->

3rd October Current Affairs 2019





3rd October Current Affairs 2019 :



1. প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর ‘Swachhata Ambassador Award’ পেলেন ।

2. 3rd অক্টোবর পালিত হল ইরাকের জাতীয় দিবস।

3. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব Cricket Advisory Committee (CAC)-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন।

4. রাজস্থানের জয়পুর রেলওয়ে স্টেশন 2019 Station Cleanliness Survey তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে।

5. SS Mallikarjuna Rao, Punjab National Bank-এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন ।



6. রাজস্থান তৃতীয় রাজ্য হিসাবে বিভিন্ন ধরনের পান মশলা ব্যান করলো ।

7. চীন ‘Dongfeng-41 (DF-41)’-নামে সবথেকে শক্তিশালী ক্ষেপনাস্ত্র উদ্বোধন করলো ।

8. অভিষেক সিং 'MyGov India' এর চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন ।



9. 2nd বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হল নিউ দিল্লি স্টেশনে।

10. আরব সাগরে ভারতের প্রথম ভাসমান বাস্কেটবল কোর্ট লঞ্চ হলো ।

11. অমিতাভ বচ্চন Bikaji Foods International Ltd-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।


12. অস্ট্রেলিয়ার Allysa Healy মহিলা T-20 ক্রিকেটে ১ টি ম্যাচে সবথেকে বেশী রান করার রেকর্ড করল।

13. প্যালেস্তাইন গান্ধীজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গান্ধীজির ছবি সমন্বিত একটি ডাকটিকিট লঞ্চ করলো ।






         



SeeCloseComment