-->

12th December Current Affairs 2019





12th December Current Affairs 2019 :


1. প্রতি বছর ১২ই ডিসেম্বর International Universal Health Coverage Day’ পালন করা হয়; এবারের থিম ছিল ‘Keep the Promise’

2. International Universal Health Coverage Day (UHC Day) 12 ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় । আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবসের লক্ষ্য বহু-অংশীদারদের সাথে শক্তিশালী এবং স্থিতিশীল স্বাস্থ্য ব্যবস্থা এবং সার্বজনীন স্বাস্থ্য কভারেজের প্রয়োজন সম্পর্কে সচেতনতা বাড়ানো।

3. ফুটবলার সুনীল ছেত্রী ৩ বছরের জন্য PUMA কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।

২০১১ সালে তাঁকে অর্জুন পুরষ্কার এবং ২০১২ সালে পদ্মশ্রী পুরষ্কার দেওয়া হয়েছিল ।

4. Pepsico কোম্পানি Pepsi-র নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে সলমন খানকে নিযুক্ত করল।

5. Dell Technologies তথ্য-প্রযুক্তি শিক্ষার মান বৃদ্ধি করতে UNESCO-এর সাথে টাই-আপ করল ।

UNESCO formation: 4 November 1946.UNESCO Headquarters: Paris, France.UNESCO Director-General: Audrey Azoulay.

6. ভারতের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিখ্যাত Jemaa el Fna square এ অনুষ্ঠিত Marrakech Film Festival এ সম্মানিত হয়েছেন । প্রিয়াঙ্কা চোপড়া তার 20 বছরের কাজ এবং সিনেমায় অবদানের জন্য সম্মানিত হয়েছিল ।






         



SeeCloseComment