-->

Some important questions and answers on the subject of Indian geography to sit for any exam

 

swarnoshiksha.com

যেকোনো পরীক্ষায় বসার জন্য "ভারতীয়_ভূগোল" বিষয়ের কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

👉১.ভারতের উত্তরতম স্থান--ইন্দিরা কল, দক্ষিণতম--ইন্দিরা পয়েন্ট,পূর্বতম--কিবিথু(অরুণাচল) এবং পশ্চিমতম--গুহার মোতি(গুজরাট)

২.কর্কটক্রান্তি রেখা(২৩ ডিগ্রি ৩০ মিনিট) যে ৮ টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে----

গুজরাট,
রাজস্থান,
মধ্যপ্রদেশ,
ছত্তিশগড়,
ঝাড়খণ্ড,
পশ্চিমবঙ্গ,
ত্রিপুরা,
মিজোরাম।

৩.ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যেকার সময়ের পার্থক্য প্রায়---২ ঘন্টা।(প্রমাণ সময় ধরা হয় ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা)।

৪.ভারতের আয়তন প্রায় ৩৩ লক্ষ বর্গ কিলোমিটার(৩২৮৭২৬৩)।

৫.মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য---৬১০০ কিমি(দ্বীপগুলো বাদে) এবং দ্বীপগুলো ধরে---৭৫১৭ কিমি।

৬.বড় দ্বীপের সংখ্যা --২৪৭ টা,২০৪ টি বঙ্গোপসাগরে।

৭.আয়তনে সর্ববৃহৎ রাজ্য--- রাজস্থান। ক্ষুদ্রতম--গোয়া।

৮.নারীশিক্ষার হার সবচেয়ে কম---বিহার।

৯.ভারতের হৃদয়---মধ্যপ্রদেশ।

১০.জেলার সংখ্যা সবচেয়ে বেশি--- উত্তরপ্রদেশ(৭৫)

👉★সবচেয়ে কম-- সিকিম(৪)👇👇

১১.সর্বাধিক জনবহুল রাজ্য-- উত্তরপ্রদেশ।সর্বনিম্ন--- সিকিম।

১২.সবচেয়ে বেশি রাজ্যের সীমানা ছুঁয়েছে--- উত্তরপ্রদেশ(৮ টা)।

১৩.আসাম ৭ টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে।

১৪.জম্মু ও কাশ্মীর ৩ টি প্রতিবেশী দেশের সীমানা ছুঁয়েছে।

১৫.উপকূলরেখা দীর্ঘতম---গুজরাট(১৬০০ কিমি)।কেন্দ্রশাসিত অঞ্চল ধরলে--আন্দামান ও নিকোবর।

১৬.ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য--অন্ধ্রপ্রদেশ।

১৭.ভারতের ধানের গোলা ও এশিয়ার ডিমের ঝুড়ি---অন্ধ্রপ্রদেশ।

১৮.বিখ্যাত কোসা সিল্ক পাওয়া যায় --- ছত্তিশগড়ে।

১৯.জনঘনত্ব সর্বাধিক---বিহার(১১০২/বর্গ কিমি)

★দ্বিতীয়-- পশ্চিমবঙ্গ(১০২৯)

২০.রাজ্যগুলোর মধ্যে সাক্ষরতা সবচেয়ে কম--- বিহারে।

২১.জনঘনত্ব সবচেয়ে কম--অরুণাচলপ্রদেশ।

২২.The Land of Downlit Mountain---AP

২৩.ভারতের আপেল রাজ্য---হিমাচলপ্রদেশ।

২৪.দেবতাদের বাসভূমি---উত্তরাখন্ড।

২৫.তপশিলি জাতি সর্বাধিক---উত্তরপ্রদেশ(সংখ্যা) ও পাঞ্জাব(শতকরা)।

২৬.তপশিলি জাতি সর্বনিম্ন--মিজোরাম।

২৭.তপশিলি উপজাতি সর্বাধিক--মধ্যপ্রদেশ(মোট সংখ্যায়)-মিজোরাম(শতাংশে)।

২৮.তপশিলি উপজাতি সর্বনিম্ন---গোয়া।

২৯.লিঙ্গ অনুপাত সর্বাধিক--কেরালা(১০৮৪:১০০০)।

৩০.লিঙ্গ অনুপাত সবচেয়ে কম---হরিয়ানা(৮৭৭:১০০০)

৩১.সাক্ষরতা সর্বাধিক,নারী শিক্ষা সর্বোচ্চ,মানব উন্নয়ন সূচক সর্বাধিক--- কেরালা।

৩২.বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল---আন্দামান ও নিকোবর। ক্ষুদ্রতম-- লাক্ষাদ্বীপ।

৩৩.কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে,জনঘনত্ব সবচেয়ে কম-- আন্দামান।

৩৪.কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তপশিলি জাতি সর্বাধিক--চন্ডীগড়।👇👇

৩৫.কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তপশিলি জাতি কম--দাদরা ও নগর হাভেলি।

৩৬..কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তপশিলি উপজাতি বেশি--- লাক্ষাদ্বীপ।

৩৭.কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তপশিলি উপজাতি কম--আন্দামান।

৩৮.দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলরূপে আত্মপ্রকাশ করে--১৯৫৬।

৩৯.কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে নাগাল্যান্ড গড়ে ওঠে--১৯৫৭।পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়---১৯৬৩।

৪০.বোম্বে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র হয়---১৯৬০।

৪১.পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা এবং কেন্দ্রশাসিত চন্ডীগড় গড়ে ওঠে--১৯৬৬।

৪২.মাদ্রাজ থেকে তামিলনাডু নামকরণ---১৯৬৯।

৪৩.অরুণাচল প্রদেশের নামকরণ--১৯৭০।

৪৪.লাক্ষাদ্বীপের নামকরণ---১৯৭৩।

৪৫.কর্ণাটকের নামকরণ--১৯৭৩।

৪৬.৩৬তম সংবিধান সংশোধন দ্বারা সিকিম ভারতের ২২তম রাজ্যের মর্যাদা পায়--১৯৭৫,২৬ এপ্রিল।

৪৭.১৯৮৭ সালে তিন নতুন অঙ্গরাজ্যের জন্ম----

✔মিজোরাম(২৩)
✔অরুণাচল প্রদেশ(২৪)
✔গোয়া(২৫)

৪৮.২০০০ সালে তিনটি নতুন অঙ্গরাজ্য গড়ে ওঠে---

✔ছত্তিসগড়(২৬)
✔উত্তরাখন্ড(২৭)
✔ঝাড়খন্ড(২৮)

৪৯.২০১৪ সালে শেষ অঙ্গরাজ্য -- তেলেঙ্গনার জন্ম।

৫০.পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগণা ভাঙে---১৯৮৬।

৫১.পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর ভাঙে--১৯৯২।

৫২.মেদিনীপুর ভাঙে--২০০২।

৫৩.জলপাইগুড়ি ভাঙে(আলিপুরদুয়ার)--
২০১৪।

৫৪.দার্জিলিং ভেঙে কালিম্পং(২১ তম)---২০১৭।

৫৫.পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম--২০১৭(২২ তম)।

৫৬.দুই বর্ধমান ভাঙে--২০১৭।

৫৬.২৩ তম জেলা--- পশ্চিম বর্ধমান(৭ এপ্রিল)।

৫৭.মশলার বাগান--- কেরালা।

৫৮.গোলাপি শহর--- জয়পুর।

৫৯.হায়দ্রাবাদের যমজ শহর--- সেকেন্দ্রাবাদ।

৬০.ভারতের বিজ্ঞাননগরী--- বেঙ্গালুরু।

৬১.দাক্ষিণাত্যের কাশী--- মাদুরাই।

৬২.হ্রদের শহর-- হায়দ্রাবাদ।

৬৩.নীল শহর-- যোধপুর।

৬৪.কমলালেবুর শহর--- নাগপুর।।

৬৫.অর্কিডের শহর--- কার্শিয়াং।

৬৬.মহাকাশের শহর--- তিরুবনন্তপুরম।

৬৭.খনির শহর---ধানবাদ।

৬৮.প্যাগোডার দেশ--মায়ানমার।

৬৯.গর্জনকারী ড্রাগন বা বজ্রপাতের দেশ---ভুটান।

৭০.প্রাচ্যের ডান্ডি--নারায়ণগঞ্জ(বাংলাদেশ)

৭১.খালের দেশ-- পাকিস্তান।

৭২.প্রাচ্যের মুক্তা--- শ্রীলঙ্কা।

৭৩.চিন ও ভারতকে আলাদা করেছে--- ম্যাকমোহন লাইন।

৭৪.পাকিস্তান ও ভারতকে আলাদা করেছে-- র‍্যাডক্লিফ লাইন।

৭৫.আফগানিস্তান ও ভারতকে আলাদা করেছে---- ডুরান্ড লাইন।

৭৬.পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে--- সিঙ্গলীলা।

৭৭.হিমালয়ের পূর্ব পশ্চিমে বিস্তার ২৪১৪ কিমি---- পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নাবচাবাড়ওয়া(অরুণাচল)।

৭৮.পশ্চিম থেকে পূর্বে হিমালয়কে তিনভাগে ভাগ করা যায় ---

১.পশ্চিম হিমালয়(নাঙ্গা পর্বত থেকে কালী নদী)

২.মধ্য হিমালয়--কালী নদীর পর।পুরোটাই নেপালে।এখানেই ★মাউন্ট এভারেস্ট,অন্নপূর্ণা ইত্যাদি।

৩.পূর্ব হিমালয়--নেপালের কিছু অংশ,অরুণাচল প্রদেশ।এখানেই কাঞ্চনজঙ্ঘা ও সান্দাকফু(পশ্চিমবঙ্গের সর্বোচ্চ) অবস্থিত।

৭৯.পশ্চিম হিমালয়কে আবার নীচ থেকে ওপরে বা দক্ষিণ থেকে উত্তরে ৪ ভাগে ভাগ করা যায় ---

১.শিবালিক(৬০০ থেকে ১৪০০ মিটার)

২.হিমাচল হিমালয় বা লেসার হিমালয়(১৫০০ থেকে ৪৫০০ মিটার)--এখানে পীরপঞ্জাল,ধাওলাধর,
নাগটিব্বা,মুসৌরি পর্বত।

★শিবালিক ও লেসার হিমালয়ের মাঝে দুন বা কাংড়া উপত্যকা।

৩.হিমাদ্রি বা গ্রেটার হিমালয়(৬০০০ মিটার)--নাঙ্গা পর্বত,ক্যামেট,মাকালু,
নন্দাদেবী,কেদার,বদ্রী ইত্যাদি।

৪.ট্রান্স বা টেথিস হিমালয়---গডউইন অস্টিন(৮৬১১),গাসেরব্রুম,জাসকর ইত্যাদি।


৮০.ভারতের সর্বোচ্চ মালভূমি---লাদাখ(৪৩০০ মিটার)

৮১.কারাকোরামে অবস্থিত কয়েকটি হিমবাহ--- সিয়াচেন,হিসপার,
বালটোরা,রিমো।

৮২.পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ--- দাফাবুম(মিশমি পাহাড়)।

৮৩.মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ---শিলং পাহাড়।

৮৪.মেঘালয় মালভূমিতে অনেক চুনাপাথরের গুহা দেখা যায়।

৮৫.নবীন পলি দ্বারা গঠিত সমভূমি--- খাদার।পাঞ্জাবে এরকম ভূমিকে বলে 'বেট'।

৮৬.প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি--- ভাঙ্গর।

৮৭.পাঞ্জাবের হোসিয়ারপুর জেলায় শিবালিক হিমালয়ের পাদদেশে নদীর অধিক ক্ষয়কাজের ফলে গড়ে ওঠা বিশেষ সমভূমি---চোস।

৮৮.সমভূমি অঞ্চলের বালিয়াড়ি--ভুর।

৮৯.কুমায়ুন হিমালয়ে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট নিচু জলাভূমি---- কাউর(উত্তর বিহার) বা তাল(দক্ষিণ বিহার,উত্তরাখন্ড)।

৯০.দাক্ষিণাত্যের মালভূমি পশ্চিম থেকে পূর্বে ঢালু।

৯১.দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ অংশ--- আনাইমুদি।

৯২.সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ---ধূপগড়।

৯৩.মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ--- অমরকন্টক।এখান থেকেই নর্মদার সৃষ্টি

৯৪.পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ--- আরামাকোন্ডা।

৯৫.পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ--আনাইমুদি

৯৬.গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ-- নকরেক।

৯৭.মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ-- জম্বুজকো।

৯৮.বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ---- মানপুর।

৯৯.আরবল্লির সর্বোচ্চ শৃঙ্গ--- গুরুশিখর।

১০০.নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ---- দোদাবেতা।
SeeCloseComment