-->

WBCS History Previous Years Questions Paper - 2009




WBCS History Previous Years Questions Paper - 2009

1) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?


ANS: দাদাভাই নওরোজি 


2) দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হত ? 


ANS: আমির খসরু 


3) একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ?


ANS: বিনয় বসু 


4) তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরী আর কার মধ্যে হয়েছিলো ?


ANS: পৃথ্বীরাজ চৌহান 


5) মাতৃ ভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?


ANS: লর্ড লিটন 


6) ইক্তা প্রথার প্রবর্তন কে করেন ?


ANS: ইলতুৎমিস 


7) মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয় ?


ANS: 1878 খ্রিস্টাব্দে 


8) বাংলায় আদিনা মসজিদ কে নির্মান করেন ?


ANS: সিকান্দার শাহ 


9) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?


ANS: সমাচার দর্পণ 


10) সুলতানি আমলে কোন বাঙালি কবি কে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল ?


ANS: মালাধর বসুকে 


11) স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ? 


ANS: 1923 সালে 


12) কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?


ANS: 1906 সালে 


13) হুমায়ুননামা কার রচনা ?


ANS: গুলবদন বেগম 


14) তিতুমীর কে ছিলেন ?


ANS: ওয়াহাবি আন্দোলনের নেতা 


15) কবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন ?


ANS: শেরশাহ 


16) স্বরাজ্য দলের একজন নেতার নাম কী ?


ANS: চিত্তরঞ্জন দাশ 


17) স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি ?


ANS: বর্তমান ভারত 


18) মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিলেন ?


ANS: ওরঙ্গজেব 


19) ডান্ডি অভিযান কবে হয়েছিল ?


ANS: 12 ই মার্চ 1930 সালে 


20) কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন ? 


ANS: আলাউদ্দিন খলজী 


21) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?


ANS: আবদুল গফফর খান 


22) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?


ANS: নবগোপাল মিত্র 


23) সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন ?


ANS: রাখালদাস ব্যানার্জি 


24) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ? 


ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি 


25) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?


ANS: ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 


26) সিন্ধু বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল ?


ANS: লোহা 


27) ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় ?


ANS: 1876 খ্রিস্টাব্দে 


28) বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় ?


ANS: 1500-1000 খ্রিস্টপূর্বাব্দে 


29) ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ?


ANS: 8 ই আগস্ট 1942 সালে 


30) আর্য শব্দের অর্থ কি ?


ANS: চাষ করা 


31) ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ?


ANS: পালি ভাষা তে 


32) কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?


ANS: 1 লা সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে 


33) প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন ?


ANS: 24 জন 


34) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম বলো ?


ANS: অ্যানি বেসান্ত 


35) সর্বশেষ তীর্থঙ্কর এর নাম কি ?


ANS: মহাবীর 


36) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল ?


ANS: 13 ই এপ্রিল 1919 সালে 


37) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?


ANS: মহাপদ্ম নন্দ


38) মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?


ANS: বালগঙ্গাধর তিলক 


39) ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন ?


ANS: বিন্দুসার 


40) গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?


ANS: 1913 সালে আমেরিকার সানফ্রান্সিসকো তে 


41) কে শকাব্দ প্রচলন করেন ?


ANS: 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক 


42) বুদ্ধচরিত কে রচনা করেন ?


ANS: অশ্বঘোষ 


43) কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ ?


ANS: দাদাভাই নওরোজি কে 


44) মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেন 


ANS: কুষাণ যুগে 


45) করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন ?


ANS: মহাত্মা গান্ধী 


46) গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?


ANS: শ্রীগুপ্ত ? 


47) ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?


ANS: নেতাজি সুভাষচন্দ্র বসু 


48) কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত ?


ANS: সম্রাট সমুদ্রগুপ্ত 


49) ভারতের লৌহ মানব কাকে বলা হত ?


ANS: সর্দার বল্লভ ভাই প্যাটেল কে 


58) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?


ANS: কর্ণসুবর্ণ তে 


51) কবে ইক্তারা উদ্দিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন ?


ANS: 1202 খ্রিস্টাব্দে

SeeCloseComment