-->

Some questions and answers of history



ইতিহাসের কিছু প্রশ্নোত্তর


◾ গান্ধার শিল্প কোন যুগের? 

উত্তরঃ- কুষাণ যুগের

◾ পুনা চুক্তি হয় কত সালে?

উত্তরঃ-১৯৩২ সালে

◾ মাস্টারদা নামে কে পরিচিত? 

উত্তরঃ-সূর্য সেন

◾ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? 

উত্তরঃ-যতীন দাস

◾ গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? 

উত্তরঃ- দিল্লি চুক্তি

◾ কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? 

উত্তরঃ- রামপ্রসাদ বিসমিল

◾ রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 

উত্তরঃ- ১৯৩০ সালে

◾ রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? 

উত্তরঃ- ১৯১৭ সালে

◾ রাওলাট আইন পাস হয় কত সালে? 

উত্তরঃ- ১৯১৯ সালে

◾ খোদা সত্যাগ্রহ হয় কত সালে? 

উত্তরঃ- ১৯১৮ সালে

◾ গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? 

উত্তরঃ- দক্ষিণ আফ্রিকার নাটালে

◾ ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?

উত্তরঃ- চম্পারনে

◾ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

উত্তরঃ- হরিশচন্দ্র মুখোপাধ্যায়

◾ দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? 

উত্তরঃ- ১৮৭৫ সালে

◾ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? 

উত্তরঃ- ফারুকশিয়ার

◾ পাটলিপুত্র কোথায় অবস্থিত? 

উত্তরঃ- গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে

◾ ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? 

উত্তরঃ- ১৭৮৪ সালে

◾ বৃহৎকথা কে লেখেন? 

উত্তরঃ- গুণাঢ্য

◾ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? 

উত্তরঃ- উইলিয়াম জোন্স

◾ সগৌলির সন্ধি হয় কত সালে? 

উত্তরঃ- ১৮১৬ সালে

◾ কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? 

উত্তরঃ- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে

◾ বন্দীজীবন কে লেখেন? 

উত্তরঃ- শচীন সান্যাল

◾ হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 

উত্তরঃ- ১৮৬৭ সালে

◾ ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? 

উত্তরঃ- ফাঁড়কে

◾ বন্দেমাতরাম কি? 

উত্তরঃ- বন্দে মাতরম্ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি দেবী ভারত মাতা বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। শ্রীঅরবিন্দ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন।

◾ অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে? 

উত্তরঃ- শচীন্দ্রকুমার বসু

◾ ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? 

উত্তরঃ- ১৮৮৩ সালে

◾ ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? 

উত্তরঃ- ১৮৬৬ সালে

◾ অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

উত্তরঃ- শিশির কুমার ঘোষ

◾ পরিব্রাজক রচনা করেন কে? 

উত্তরঃ- স্বামী বিবেকানন্দ

◾ কোল বিদ্রোহ হয় কত সালে?

 উত্তরঃ- ১৮৩১ সালে

◾ খিলাফত আন্দোলন হয় কত সালে? 

উত্তরঃ- ১৯২০ সালে

◾ দুদুমিয়া কে ছিলেন? 

উত্তরঃ- ফরাজি আন্দোলনের নেতা

◾ বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 

উত্তরঃ- ১৮৬৪ সালে

◾ শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? 

উত্তরঃ- দয়ানন্দ সরস্বতী

◾ ব্রহ্মানন্দ উপাধি কে পান? 

উত্তরঃ- কেশব চন্দ্র

◾ ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? 

উত্তরঃ- কেশব চন্দ্র

◾ বিশ্বম্ভর কার নাম ছিল? 

উত্তরঃ- নিমাই এর

◾ শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? 

উত্তরঃ- বৈষ্ণব

◾ চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? 

উত্তরঃ- ব্রহ্মচর্য

◾ অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? 

উত্তরঃ- পোদ্দন

◾ নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন? 

উত্তরঃ- প্রথম দেব রায়ের আমলে

SeeCloseComment