-->

12th September Current Affairs 2019





12th September Current Affairs 2019 :



1. প্রমোদ কুমার মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর Principal Secretary হিসাবে নিযুক্ত হলেন ।

2. সবথেকে কম বয়েসী রাজ্যপাল হলেন তেলেঙ্গনার রাজ্যপাল Dr. Tamilisai Soundararajan.

3. প্রদীপ কুমার সিনহা নরেন্দ্র মোদীর Principal Advisor হিসাবে নিযুক্ত হলেন ।

4. বিশ্বের সবথেকে বড় উড়ন্ত প্রানী হল Cryodrakon ।

5. ভারতের রাষ্ট্রদূত Navdeep Singh Suri সংযুক্ত আরব আমিরশাহীর(UAE) ‘First Class Order of Zayed II’ অ্যাওয়ার্ডে সম্মানীত হলেন ।

6. প্রাধান মন্ত্রীর মুখ্য সেক্রেটারি নির্বাচিত হলেন Dr. PK Mishra.


7. দক্ষিন-পূর্ব এশিয়ার সবথেকে বড় সৌরশক্তি উৎপাদক ফার্ম খুললো ভিয়েতনাম।

8. তামিলনাড়ুর Srivilliputtur শহরের বিখ্যাত ‘Palkova’-নামে মিষ্টি পাচ্ছে GI Tag

9. বলিয়ুড অভিনেতা রনবীর সিং JBL কোম্পানীর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।

10. LIC কোম্পানীর সহযোগিতায় কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করছে IDBI Bank

11. National Busketball Association এর নতুন MD নির্বাচিত হলেন Rajesh Sethi ।

12. Asia Pacific Golf Hall of Fame-এ সম্মানিত হবেন Hero MotoCorp-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান Pawan Munjal

13. ভিয়েতনামে তৈরী হল দক্ষিন পূর্ব এশিয়ার সবথেকে বড় সোলার পাওয়ার ফার্ম ।

14. পি.ভি. সিন্ধু ভারতের Highest-Paid Woman Athlete-তালিকার শীর্ষে আছে ।



English Version : Click Here




         




SeeCloseComment