-->

17th September Current Affairs 2019




17th September Current Affairs 2019 :



1. অজয় কুমার সিং রাস্ট্রপতি রামনাথ কোবিন্দের নতুন প্রেস সেক্রেটারি হলেন ।


2. কলকাতায় ভারতের প্রথম National Antimicrobial Resistance Hub-এর উদ্বোধন করা হল ।

3. 'ন্যাশনাল সেন্টার ফর ক্লিন কোল রিসার্চ ও ডেভেলপমেন্ট' উদ্বোধন হল বেঙ্গালুরু তে।

4. ভারত উত্তরাখন্ডের মুসৌরীতে মালদ্বীপ ও বাংলাদেশী সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ শুরু করলো ।

5. Neena Gupta বস্টনে, Indian International Film Festival এ বেস্ট ফিচার ফিল্ম সহ দুটি পুরস্কার জিতলেন।


6. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা Dr Kalam Smriti International Excellence Award পেলেন ।

7. ভারতের Gangs Of Wasseypur মুভি The Guardian এর তৈরী সেরা ১০০ সিনেমায় জায়গা পেল।

8. Nay Thway Oo-কে হারিয়ে BSF World Billiards Championship জিতলো ভারতের পঙ্কজ আদভানী

9. জনগনের অভিযোগ দ্রুত সমাধানের জন্যে 'মুখ্যমন্ত্রী সেবা সংকল্প' ১১০০ টোল ফ্রী নম্বর চালু করল হিমাচল প্রদেশ সরকার।

10. অ্যান্টার্কটিকার ওজোন গর্তটি তিন দশকের মধ্যে দেখা সবচেয়ে ক্ষুদ্রতম একটি ।


11. সিঙ্গাপুর, ভারত ও থাইল্যান্ডের প্রথম ত্রিপক্ষীয় মহড়া 'SITMEX' শুরু হল পোর্ট ব্লোয়ারে।

12. কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন শক্তি গবেষণার (ICER) জন্য একটি আন্তঃশৃঙ্খলা কেন্দ্র চালু করেন |

13. মায়ানমার ইন্ট্যারন্যাশনাল সিরিজ 'শাটলার' ২০২৯ পুরুষ সিঙ্গেল খেতাব জিতল Kushal Dharmamer ।

14. ভারতের প্রথম Female Military Diplomat হলেন অঞ্জলি সিং ।

15. কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প ও রেলমন্ত্রী, পীযূষ গোয়েল নয়াদিল্লিতে ইস্পাত আমদানি নজরদারি সিস্টেম (SIMS) চালু করলেন ।

16. IPS officer ছায়া শর্মা Asia Society Game Changers Award পাচ্ছেন ২০১২ সালের নির্ভয়া ধর্ষণকান্ডের তদন্তকারী মহিলা।

17. পদত্যাগ করলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট Takehiko Nakao ।




English Version : Click Here





         



SeeCloseComment