-->

4th September Current Affairs 2019





4th September Current Affairs 2019 :



1.রাজধানীর আকাশের উপরে বিমানের পরিবহন পরিচালনার পরিষেবাগুলির সুরক্ষা এবং দক্ষতা বাড়ানাের প্রত্যাশা করা দেশের দীর্ঘতম ATC টাওয়ারটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করা হল।


2. রিপাবলিক অব ইকুয়েডরের পরবর্তী রাস্ট্রদূত হলেন Sanjiv Rajan.

3. সাংবাদিক সােফি অ্যানসেল (ফ্রান্স) দ্বারা রচিত “First They Erased Our Name: A Rohingya Speaks” শীর্ষক একটি নতুন বই 9ই সেপ্টেম্বর, 2019 এ আনুষ্ঠানিকভাবে পেঙ্গুইন র্যান্ডম হাউস (ভারত) প্রকাশ করবে।


4. 'ISSF World Cup 2019' মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতল মানু ভাকের ও সৌরভ চৌধূরী।


5. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর জন্য গ্লোবাল গােলকিপার অ্যাওয়ার্ড 2019 ঘােষণা করেছে

6. Batsman in ICC Test Rankings-এ বিরাট কোহলীকে অতিক্রম করে শীর্ষস্থান অর্জন করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ

7. ২০২১ পর্যন্ত Association of World Election Bodies(A-WEB)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সুনীল আরোরা

8. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন জিম্বাবোয়ের ক্যাপ্টেন Hamilton Masakadza

9. বাংলাদেশে পরবর্তী ২২ বছরের জন্যর বিদ্যুৎ সরবারহ করবে Reliance Power.

10. চীনের চন্দ্র রােভার ইউতু-২(Yutu-2) চাঁদের দূরত্বে অনুসন্ধান কার্যক্রম চলাকালীন এক অদ্ভুত জেল জাতীয় উপাদান খুঁজে পেয়েছে।


English Version : Click Here



         



SeeCloseComment