-->

26th October Current Affairs 2019




26th October Current Affairs 2019 :


1. Global Health Security Index 2019-এ ভারতের স্থান ৫৭ এবং শীর্ষস্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র।


2. বীরেন্দর সিং যাদব (Birender Singh) ইরাকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ।


3. প্রখ্যাত অর্থনীতিবিদ এবং লেখক বিবেক দেবরায় মার্কণ্ডেয় পুরাণ এবং শ্রীমদ্ভগবদ্গীতার ইংরাজি অনুবাদ লিখলেন ।


4. কর্নাটক vs তামিলনাড়ু খেলায় কর্নাটক তামিলনাড়ুকে 9 উইকেটে হারিয়ে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘2019 -20 বিজয় হাজারে ট্রফি’ জিতল ।



5. প্রথম মহিলা এবং পরবর্তী পুরুষকে চাঁদে পাঠানোর আগে নাসা বরফ জলের উৎস অনুসন্ধানের জন্য চন্দ্র দক্ষিণ মেরুতে একটি গল্ফ কার্টের আকারের রোভার পাঠাবে। স্পেস এজেন্সি আশা করে যে রোভারটি ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে চাঁদের পৃষ্ঠটি অন্বেষণ করবে।


6. Godavarthi Venkata Srinivas গাম্বিয়াতে ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন ।


7. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস Jeff Bezos-কে অতিক্রম করে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির ('2019 World Richest Man') শিরোপা পেলেন ।


8. জশপ্রীত বুমরা ও Smriti Mandhana 7th 'Wisden India Almanack Cricketer Of the Year 2019' পুরস্কার জিতলেন ।


9. মিজোরামের গভর্নর নিযুক্ত হয়েছেন বিজেপি কেরালার রাজ্য সভাপতি পি এস শ্রীধরণ পিল্লাই (PS Sreedharan Pillai) ।

10. মুশকটের ওমান জুনিয়র ও ক্যাডেট ওপেনে ভারতের তরুণ প্যাডলরা একটি স্বর্ণ ও রৌপ্য সহ সাতটি পদক জয় করেছে।

11. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ, মেডিকেল, ফায়ার ইর্মাজেন্সী সার্ভিসের জন্যে '112' টোল ফ্রী নাম্বার চালু করল ।


12. বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন যে মাল্টি পার্সার ফান্ডিং এজেন্সি ভারতের জন্য 6 বিলিয়ন ঋণ লক্ষ্যমাত্রা অব্যাহত রাখবে।








         




SeeCloseComment