-->

21st December Current Affairs 2019



21st December Current Affairs 2019 :


1. ভারতীয় ওয়েটলিফটার মীরাবাই চানু দোহাতে অনুষ্ঠিত 6th Qatar International Cup-এ মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনার পদক জিতলেন ।

কাতার রাজধানী: দোহা; মুদ্রা: কাতারি রিয়াল।

2. ইথিওপিয়ার Ethiopian Remote Sensing Satellite (ETRSS)’-নামে প্রথম স্পেস স্যাটেলাইট লঞ্চ করল ।

ইথিওপিয়া রাজধানী: আদ্দিস আবাবা; মুদ্রা: বিরর

3. বেলজিয়াম ফুটবল টিম FIFA Team of the Year শিরোপা জিতলেন ।
তৃতীয় স্থানে ব্রাজিলের চেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।


ফিফার সভাপতি: Gianni Infantino; প্রতিষ্ঠিত: 21 মে 1904।সদর দফতর: Zürich, Switzerland

4. Women’s World T20 এর জন্য Unicef এর সাথে অংশীদারিত্ব অব্যাহত রেখেছে International Cricket Council (ICC)

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা: Manu Sawhney; আইসিসি চেয়ারম্যান: শশাঙ্ক মনোহর।আইসিসির সদর দফতর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত

5. ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী Dr. Sethuraman Panchanathan আমেরিকা যুক্তরাষ্ট্রের National Science Foundation-এ নেতৃত্ব দিতে চলেছেন ।








         




SeeCloseComment