-->

GK Episode No - 2



*📕✅👇Ⓢআসন্ন পরিক্ষার জন্য খুবই উপকারীⓈ📕✅*


1.এশিয়ার রোম কাকে বলা হয়?

➟ দিল্লি


2. দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী?

➟ রাজঘাট


3. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?

➟ 1904 সালে


4. কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?

➟ 76 বছর


5. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?

➟ চীন


6. চিনের প্রাচীর কে নির্মান করেন?

➟ চিনের রাজা কিন শি হুয়াং


7. হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক?

➟ ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো


8. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?

➟ গ্রিক বিজ্ঞানীরা


9. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

➟ আনাইমুদি


10. ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত?

➟ দেরাদুন


11. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল?

➟ ইংল্যান্ড


12. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়?

➟ 11 জুলাই


13. বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন?

➟ 90%


14. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি?

➟ আর্যভট্ট


15. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?

➟ অ্যানাবিনা, নস্টক


16. কোন ধাতুর আকরিকের নাম 'গ্যালেনা'?

➟ সীসা


17. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?

➟ ইস্পাত


18. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ' PVC 'শব্দ টির অর্থ কি?

➟ পলিভিনাইল ক্লোরাইড


19. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?

➟ শূন্য


20. দুর্গাপুর কী নামে পরিচিত?

➟ ভারতের রুঢ়


21. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?

➟ স্থিতি শক্তি


22. মুখ্য রং কোন তিনটি?

➟ লাল, নীল, সবুজ


23. 'Art of Living' এর প্রবক্তা কে?

➟ শ্রী শ্রী রবিশঙ্কর


24. ভারতের কোথায় ধান গবেষণাগার আছে?

➟ ওডিশার কটক শহরে


25. চারমিনার কোন শহরে অবস্থিত?

➟ হায়দ্রাবাদ


26. 'বুল' এবং 'বিয়ার' শব্দ দুটি কীসের সাথে জড়িত?

➟ শেয়ার বাজার


27. ন্যশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?

➟ মুম্বাই


28. SAARC কবে প্রতিষ্ঠিত হয়?

➟ 8 ডিসেম্বর, 1985


29. WHO এর সদর দফতর কোথায় অবস্থিত?

➟ জেনিভা

30. PAN এর সম্পূর্ন রূপ লেখ ।

➟ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার


31. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?

➟ নাব্রা উপত্যকা (কারাকোরাম)

32. কসমিক ইয়ার (Cosmic Year) কি?

➟ যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে

33. ওড়িশা রাজ্যের State Animal কোনটি?

➟ সম্বর হরিণ


34. শরীরের সবথেকে বড়ো অঙ্গ কী?

➟ ত্বক

35. DNS বলতে কী বোঝায়?

➟ ডোমেন নেম সিস্টেম

SeeCloseComment