-->

30th November Current Affairs 2019



30th November Current Affairs 2019 :


1. স্টিভ স্মিথ সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হয়ে 7000 টেস্ট রানের রেকর্ড করছেন , 1946 সাল থেকে রেকর্ডটি ছিন্ন করে ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার একাদশ সর্বোচ্চতম স্কোরার হয়েছেন।

2. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) কর্পোরেশন ব্যাংকে(Corporation Bank) ১.৫০ কোটি টাকা জরিমানা করেছে।
আরবিআই কর্তৃক জারি করা নির্দেশাবলীর নির্দিষ্ট বিধানগুলির অবাধ্যতার জন্য এই জরিমানা করা হয়েছে ।

PV Bharathi is Chief Executive Officer of Corporation Bank.Corporation Bank headquartered in Mangalore.


3. আরবিআইয়ের প্রাক্তন ডেপুটি গভর্নর, এইচআর খানকে ক্ষুদ্র -ঋণের ক্ষেত্রে Code for Responsible Lending (CRL) এর স্টিয়ারিং কমিটির প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে ।

4. নন-ব্যাংক ঋণ দানকারী আদিত্য বিড়লা ফিনান্স প্রথম কোম্পানিতে পরিণত হয়েছে।

5. প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ছিল 101 বছর। তিনি 40 তম মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগনের সাথে বন্ধুত্বের জন্য পরিচিত। তিনি ছিলেন জাপানের অন্যতম দীর্ঘকালীন শাসক প্রধানমন্ত্রী। ইয়াসুহিরো নাকাসোন: নাকাসোন ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 






         



SeeCloseComment